ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হোল্ডার-স্যামুয়েলসদের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
হোল্ডার-স্যামুয়েলসদের জরিমানা ছবি : সংগৃহীত

ঢাকা: হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে লজ্জাজনক হারের পর জরিমানা গুনতে হলো ওয়েস্ট ইন্ডিজ দলকে। স্লো ওভার রেটের কারণে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারকে ৬০ শতাংশ ও দলের বাকি সদস্যদের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।



তিনদিনেই অজিদের কাছে অসহায় আত্মসমর্পণ করে ক্যারিবীয়রা। শনিবার (১২ ডিসেম্বর) হোবার্ট টেস্টের তৃতীয় দিনে ইনিংস ও ২১২ রানের বিশাল ব্যবধানে হার মানে সফরকারীরা। তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে স্মিথ-ওয়ার্নাররা।

নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার ঘাটতি থাকায় ও. ইন্ডিজ দলের ওপর জরিমানা আরোপ করেন ম্যাচ রেফরি ক্রিস ব্রড। আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিক্যাল ২.৫.১ লঙ্ঘন করাতেই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধের সর্বনিম্ন শাস্তি হিসেবে খেলোয়াড়দের ম্যাচ ফি’র ১০ শতাংশ আর দলীয় অধিনায়ককে দ্বিগুন জরিমানা গুনতে হয়।

জেসন হোল্ডারের অধীনে টেস্টে পরবর্তী ১২ মাসের মধ্যে ও. ইন্ডিজ দল স্লো ওভার রেট করলে এক ম্যাচে নিষেধাজ্ঞার আওতায় পড়বেন হোল্ডার।

উল্লেখ্য, মেলবোর্নে আগামী ২৬ ডিসেম্বর দু’দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় খেলা শুরু হবে। সিরিজ হার এড়াতে এ ম্যাচে ক্যারিবীয়দের জয় কিংবা ড্রয়ের বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।