ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের সঙ্গে শীর্ষে উইলিয়ামসন-স্টেইন-অশ্বিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
প্রোটিয়াদের সঙ্গে শীর্ষে উইলিয়ামসন-স্টেইন-অশ্বিন ছবি: সংগৃহীত

ঢাকা: হ্যামিল্টনে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট শেষে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি সাদা পোশাকের ব্যাটসম্যান, বোলার আর অলরাউন্ডার ক্যাটাগরির র‌্যাংকিং প্রকাশ করেছে। সেখানে ব্যাটসম্যান হিসেবে শীর্ষে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

বোলার তালিকায় শীর্ষে দ. আফ্রিকার ডেল স্টেইন আর অলরাউন্ডার তালিকায় শীর্ষে টিম ইন্ডিয়ার রবিচন্দ্রন অশ্বিন। দল হিসেবে সাদা পোশাকে এক নম্বর হিসেবে জায়গা ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ডের জো রুটকে টপকে ব্যাটসম্যান ক্যাটাগরিতে এক নম্বরে চলে আসেন দুই ধাপ এগুনো উইলিয়ামসন। চলতি বছরে তার ব্যাট থেকে আসে ১১৭২ রান। যা এক ক্যালেন্ডার ইয়ারে কিউই কোন ব্যাটসম্যানের সেরা রান। ২০১৪ সালে ১১৬৪ রান করে এর আগে সেরা রান সংগ্রাহক ছিলেন দলের বর্তমান অধিনায়ক ম্যাককালাম। চলমান বছরে উইলিয়ামসনের ব্যাট থেকে পাঁচটি সেঞ্চুরি এসেছে। এটিও আরেকটি রেকর্ড। দলের সাবেক কিংবদন্তি মার্টিন ক্রো ১৭টি সেঞ্চুরি নিয়ে কিউইদের এখন পর্যন্ত সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। তবে ১৩টি সেঞ্চুরির দেখা পাওয়া উইলিয়ামসন হয়তো ২০১৬ সালেই এই রেকর্ড ভেঙে ফেলবেন। ক্রো ১২ বছরের ক্যারিয়ারে ১৭টি সেঞ্চুরি করেছিরেন। আর উইলিয়ামসনের ১৩টি সেঞ্চুরি এসেছে মাত্র পাঁচ বছরে।

টেস্টে ব্যাটসম্যানদের শীর্ষস্থান খুঁইয়ে দুইয়ে থাকা ইংলিশ তারকা রুটের পরের স্থানটি পেয়েছেন একধাপ পেছানো দ. আফ্রিকার এবিডি ভিলিয়ার্স। অপরিবর্তিত চার নম্বরে থাকা অজি দলপতি স্টিভেন স্মিথ। এছাড়া পঞ্চম থেকে দশম স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, পাকিস্তানের ইউনুস খান, প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলা, লঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথুজ, ইংলিশ ব্যাটসম্যান অ্যালিস্টার কুক এবং পাকিস্তান দলপতি মিসবাহ উল হক।

বোলার ক্যাটাগরিতে প্রথম পাঁচিটি স্থান অপরিবর্তিত রয়েছে। শীর্ষে থাকা প্রোটিয়া পেসার স্টেইনের পরের জায়গা ধরে রেখেছেন ভারতের স্পিনার অশ্বিন। তৃতীয় স্থানে রয়েছেন ইংলিশ বোলার জেমস আন্ডারসন, চতুর্থ স্থানে পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ, পঞ্চম স্থানে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ছয়ে রয়েছেন একধাপ এগিয়ে আসা অস্ট্রেলিয়ার বোলার জোস হ্যাজেলউড। ভারতের রবিন্দ্র জাদেজা এক ধাপ এগিয়ে সাত নম্বরে। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট দুইধাপ পিছিয়ে রয়েছেন আট নম্বরে। প্রোটিয়া বোলার ভারনন ফিল্যান্ডার নয় নম্বরে। আর শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথকে টপকে দুইধাপ এগিয়ে শীর্ষে দশে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

অলরাউন্ডার তালিকায় সেরা পাঁচে কোনো পরিবর্তন নেই। এক নম্বরে রয়েছেন অশ্বিন, দুইয়ে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনে রয়েছেন ইংলিশ তারকা স্টুয়ার্ট ব্রড, চার নম্বরে রয়েছেন প্রোটিয়া তারকা ফিল্যান্ডার আর পাঁচ নম্বরে জায়গা পেয়েছেন ভারতের রবিন্দ্র জাদেজা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২১ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।