ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান ক্রিকেটে শানাকার ছক্কার রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
লঙ্কান ক্রিকেটে শানাকার ছক্কার রেকর্ড ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র একটি টি-টোয়েন্টি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নিজের উজ্জ্বল ভবিষ্যতের বার্তাই যেন দিয়ে রাখলেন দাসুন শানাকা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) কলম্বোর কল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ব্যাট হাতে ছক্কার বৃষ্টিতে রেকর্ডের খাতায় নাম লেখান ২৪ বছর বয়সী এ অলরাউন্ডার।

টি-টোয়েন্টি ইনিংসে সর্বোচ্চ সংখ্যক ছক্কা হাঁকানোর তালিকায় লঙ্কানদের হয়ে রেকর্ড গড়েন শানাকা। শ্রীলঙ্কায় প্রিমিয়ার টি-২০ টুর্নামেন্টে সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে ৪৬ বলে ১২৩ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন এ ডানহাতি ব্যাটসম্যান। তার ইনিংসে ছিল ১৬টি ছক্কার মার।

শানাকার দলও ১২৩ রানের বিশাল ব্যবধানের জয় পায়। সিংহলিজের করা ২৫১ রানের জবাবে ১২৮ রানেই গুটিয়ে যায় সারাকেন্স স্পোর্টস ক্লাব। এ নিয়ে চার ম্যাচে দু’টি শতক হাঁকিয়েছেন শানাকা। গত ৫ জানুয়ারির ম্যাচে গল ক্রিকেট ক্লাবের বিপক্ষে তিনি ৪৮ বলে অপরাজিত ১৩১ রানের (১০ চার, ১২ ছক্কা) ঝড়ো ইনিংস খেলেন।

তবে শানাকা একটু আপসোস করতেই পারেন। ১৮.৩ ওভারের মাথায় আউট না হলে হয়তো ঘরোয়া ক্রিকেট লিগে ক্রিস গেইলের রেকর্ডটিও ভেঙে ফেলতে পারতেন। আইপিএলের ২০১৩ অাসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৩টি চারের সঙ্গে ১৭টি ছক্কার ‍মারে অপরাজিত ১৭৫ রানের (৬৬ বল) ‘দানবীয়’ ইনিংস খেলেছিলেন ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’।

যেকোনো ব্যাটসম্যানদের পরিসংখ্যানে শানাকার ১৬টি ছক্কা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। ২০০৮ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-২০ কাপ টুর্নামেন্টের ম্যাচে সমান সংখ্যক ছয় ও ১০টি চারের সাহায্যে ৫৮ বলে ১৫১ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম নেপিয়ার।

এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটের টি-টোয়েন্টি ফরমেটে কোনো ব্যাটসম্যানই এক ইনিংসে ১৬টি ছক্কা হাঁকাতে পারেননি। এ তালিকায় শীর্ষে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। সাউদাম্পটনে ২০১৩ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১১টি চার ও ১৪টি ছক্কার মারে ১৫৬ রানের (৬৩ বল) ইনিংস সাজান অজি ওপেনার।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।