ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কেপটাউনের পর জোহানেসবার্গ টেস্টেও নেই স্টেইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
কেপটাউনের পর জোহানেসবার্গ টেস্টেও নেই স্টেইন ছবি : সংগৃহীত

ঢাকা: কাঁধের ইনজুরিটা ভালোই ভোগাচ্ছে ডেল স্টেইনকে। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচেও দলের সেরা পেসারকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা।

সিরিজ হার এড়াতে এ ম্যাচে প্রোটিয়াদের হার এড়ানোর বিকল্প নেই।

জোহানেসবার্গে আগামী বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দু’দলের মধ্যকার তৃতীয় টেস্ট শুরু হবে। ডারবান টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে ইংলিশরা। আর ড্রয়ের মুখ দেখে কেপটাউন টেস্ট (দ্বিতীয় ম্যাচ)।

সিরিজের প্রথম ম্যাচে কাঁধের ইনজুরিতে ভুগে পরের টেস্টে ছিটকে পড়েন স্টেইন। এবার টানা দুই ম্যাচেই তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। ডারবান টেস্টের প্রথম ইনিংসে ২৫.১ ওভার বোলিং করে চারটি উইকেট লাভ করেন প্রোটিয়া ‘গতিদানব’। তবে পুনরায় কাঁধের ব্যাথায় ভোগায় দ্বিতীয় ইনিংসে মাত্র ৩.৫ ওভার বল করেই ‍তাকে মাঠ ছাড়তে হয়।

এক সাক্ষাৎকারে প্রোটিয়া কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘স্টেইনের চূড়ান্ত ধাপের স্ক্যান সম্পন্ন হয়েছে। কিন্তু, আমাদের ফিজিও বলছে, জোহানেসবার্গ টেস্টে সে কোনো অবস্থাতেই খেলতে পারবে না। তাকে দলে না পাওয়াটা স্পষ্টত হতাশার। তবে আশা করছি, স্টেইন খুব দ্রুতই তার কাঁধের সমস্যা কাটিয়ে উঠবে। ’

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।