ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লিটনের ব্যাটে জবাব দিচ্ছে ইস্ট জোন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
লিটনের ব্যাটে জবাব দিচ্ছে ইস্ট জোন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের ম্যাচে ওয়ালটন সেন্ট্রাল জোনের করা ৩৯৪ রানের জবাবে ভালো অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। দ্বিতীয় দিন শেষে তারা তুলেছে ৩ উইকেটে ১৭০ রান।

লিটন দাস ৬১ ও অলক কাপালি ৩১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।
 
সেন্ট্রাল ‍জোনের শহীদুল ইসলাম দুটি ও শরিফউল্লাহ নিয়েছেন একটি উইকেট।
 
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগের দিনের ৫ উইকেটে ৩০৩ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে সেন্ট্রাল জোন। ৮৯ রানে অপরাজিত থাকা শরিফউল্লাহ সেঞ্চুরি তুলে নেন। ১১৩ রান করে আবুল হাসানের বলে বোল্ড হন তিনি।

শরিফউল্লাহর বিদায়ের পর আর কেউই উইকেটে থিতু হতে পারেননি। অধিনায়ক মোশাররফ হোসেন এক প্রান্ত আগলে রাখলেও তাকে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন নিচের সারির ব্যাটসম্যানরা। ৩৯৪ রানে থেমে যায় সেন্ট্রাল জোনের প্রথম ইনিংস। মোশররফ হোসেন অপরাজিত থাকেন ৩৯ রানে।
 
আবুল হাসান একাই নেন পাঁচ উইকেট। আবু জায়েদ রাহি তিনটি, কামরুল ইসলাম রাব্বি ও নাজমুল ইসলাম নেন একটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।