ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হেসে খেলে টাইগারদের অনুশীলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
হেসে খেলে টাইগারদের অনুশীলন ছবি: মানজারুল ইসলাম / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে: চার ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে জয় নিয়ে ২-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা। যে কারণে সামনের দু’ম্যাচ নিয়েও আত্মবিশ্বাসী তারা।



বুধবার (২০ জানুয়ারি) সিরিজের ৩য় ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেশ ফুরফুরে মেজাজে হেসে খেলে অনুশীলন করতে দেখা গেছে লাল-সবুজের দলকে।

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে আরও একবার বিভিন্ন অনুশীলনে নিজেদের দক্ষতাকে বাড়িয়ে নিলেন তারা।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দীর্ঘ তিনঘণ্টা প্রথমে ফুটবল এরপর ফিল্ডিং, ক্যাচ, বোলিং ও ব্যাটিং অনুশীলন করে মাশরাফি বাহিনী।

ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ ২০ জানুয়ারি (বুধবার) বিকেল ৩টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।