ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দর্শক জোয়ারে উত্তাল খুলনা স্টেডিয়াম

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
দর্শক জোয়ারে উত্তাল খুলনা স্টেডিয়াম ছবি: মানজারুল ইসলাম / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: গ্যালারিতে যত দর্শক, বাইরেও ঠিক তত দর্শক। গোটা স্টেডিয়াম এলাকা লোকে লোকারণ্য।

স্টেডিয়ামের ভেতরে তিল ধারণের ঠাঁই নেই। খেলা শুরুর আগেই উপচেপড়া ভিড় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের গ্যালারিতে।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর থেকেই স্টেডিয়ামমুখী হয় জনতার স্রোত। গ্যালারিতে দর্শকের মহামিলন বিকেল ৩টা বাজার সাথে সাথে রূপ নিয়েছে আনন্দ-বিকেলে।

ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে অনেকের হাতেই টিকিট আছে কিন্তু ভেতরে নেই ঠাঁই। এ অবস্থায় স্টেডিয়ামের বাইরের অবস্থা বেশ উত্তেজনাপূর্ণ। হাতে টিকিট নিয়ে বিক্ষোভ শুরু করেছেন দর্শকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন অসহায়।

সরেজমিনে দেখা গেছে, গ্যালারির অনেকটা অংশ জুড়েই রয়েছে টিকিটবিহীন দর্শকরা। পুলিশকে ঘুষ দিয়ে টিকিট ছাড়া মাঠে প্রবেশ করেছেন তারা। স্টেডিয়ামের বাইরে গিয়ে দেখা গেছে, অনেক দর্শক টিকিট পাওয়ার আশায় অপেক্ষা করছেন। গ্যালারিতে তিল ধারণের জায়গা না থাকলেও বাইরে বেশ কয়েক ব্যক্তি দর্শকদের ঘিরে দরদাম করছেন। আবার কেউ কেউ মামা খালু ও রাজনৈতিক পরিচয় দিয়েও ঢুকছেন।

স্টেডিয়ামের পশ্চিম গ্যালারির দর্শক হাসান ও আবুল কালাম আজাদ বলেন, আগের তিন ম্যাচের টিকিট পাইনি। আজকের ম্যাচের টিকিটি পেয়ে প্রিয় খেলোয়াড় মাশরাফির খেলা দেখতেই এসেছি।

তারা আরও বলেন, স্টেডিয়ামে দর্শকদের এই বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে অভিভূত হচ্ছি। সাথে সাথে খুলনায় বেশি বেশি আন্তর্জাতিক খেলার আয়োজনেরও দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
এমআরএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।