খুলনা: এশিয়া কাপ ক্রিকেটের প্রস্তুতি নিতে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন কোচ হাথুরেসিংহের শিষ্যরা।
সোমবার (২৫ জানুয়ারি) শেখ আবু নাসের স্টেডিয়ামে নিজেদের ঝালাই করে নিলো মাশরাফি বাহিনী।
![](files/crick1_461568649.jpg)
এদিন, ফুরফুরে মেজাজে টাইগারদের অনুশীলন করতে দেখা যায়। অনুশীলনে ফুটবল থেকে শুরু করে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের ওপর নজর দেওয়া হয়।
![](files/crick2_303321729.jpg)
বেলা আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অনুশীলন চলে। বাংলাদেশ ক্রিকেট দলের খুলনার এ অনুশীলন ক্যাম্প আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। এরপর চট্টগ্রামে তাদের অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এমআরএম/টিআই