ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আক্ষেপ আছে অসন্তুষ্টি নেই নেপাল শিবিরে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
আক্ষেপ আছে অসন্তুষ্টি নেই নেপাল শিবিরে ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: দুই দলের অধিনায়কই ব্যাটে রান পেলেন। তবে তৃপ্তির হাসি হাসলেন একজন-মেহেদি হাসান মিরাজ।

নেপাল অধিনায়ক রাজু রিজালের ৮০ বলে ৭২ রানের ইনিংসটি শেষমেষ বিফলেই গেল। জয় হলো জাকির হাসান ও মেহেদি হাসানের ১১৭ রানের অবিচ্ছিন্ন জুটির। জয় পেল বাংলাদেশও। তাতে মেহেদি হাসানের অবদান ৫৫ রান।
 
এই দুই হাসানের ব্যাটেই স্বপ্নভঙ্গ হয় নেপালের যুবাদের। তবে ২১২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা জুনিয়র টাইগারদের ৯৮ রানে চার উইকেট তুলে নিয়ে ম্যাচে প্রাণ ফিরিয়ে এনেছিলেন নেপালের বোলাররা। তবে মেহেদি হাসান আর জাকিরের অনিন্দ্য সুন্দর ব্যাটিংয়ে জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশই। শুরুতে অবশ্য মিরাজকে স্ট্যাম্পিংয়ে আউট করার সুযোগ মিস করেন নেপালের অধিনায়ক রাজু রিজালই।
 
সুযোগ হাতছাড়া হওয়ায় নিজেকেই দোষী করলেন তিনি, ‘ওই সময় সুযোগ হারিয়ে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। ব্যাটিংয়ে ২০-৩০ রান কম করেছি। ’
 
হারের কারণে আক্ষেপ থাকলেও অসন্তুষ্টি নেই নেপাল শিবিরে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাজু রিজাল আরও  বলেন, ‘আজকের ম্যাচ হারায় আমরা দুঃখিত। ভালো লাগার ব্যাপার হলো, আইসিসির সহযোগী সদস্য দেশ হয়েও পূর্ন সদস্যের দেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছি আমরা। ’

প্রসঙ্গত, গ্রুপপর্বে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে নেপালের যুবারা। কালে-ভদ্রে বৈশ্বিক আসরে সুযোগ পাওয়া নেপালের জন্য এমন পারফরম্যান্সে সন্তুষ্ট থাকারই তো কথা!

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।