ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উড়েই চলেছে শেওয়াগ-সাঙ্গাদের জেমিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
উড়েই চলেছে শেওয়াগ-সাঙ্গাদের জেমিনি ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় দল থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়া মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগের ১২তম ম্যাচে জয় পেয়েছে জেমিনি অ্যারাবিয়ান্স। বিরেন্দর শেওয়াগ-কুমার সাঙ্গাকাদের জেমিনি ২২ রানে হারিয়েছে গ্রায়েম স্মিথ-জ্যাকব ওরামদের ভার্গো সুপার কিংসকে।

ফলে, জয়ের মধ্যেই রয়েছে দলটি।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে জেমিনি অ্যারাবিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৪৪ রান। জবাবে ৬ উইকেট হারানো ভার্গোর ইনিংস থামে ১২২ রানে।

ব্যাটিংয়ে নেমে জেমিনির হয়ে ওপেনিং পার্টনারশিপ থেকে ৪৪ রান তোলের দুই ওপেনার জ্যাক রুডলফ ও লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। রুডলফ ব্যক্তিগত ১০ রান করে বিদায় নিলেও ইনফর্ম ব্যাটসম্যান সাঙ্গাকারা খেলেন আরেকটি অর্ধশতক হাঁকানো ইনিংস। জাতীয় দল থেকে অবসর নিলেও যেন এতোটুকু মরিচা ধরেনি তার ব্যাটে। ৩৪ বলে ৭টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারিতে তিনি করেন ৫১ রান।

তিন নম্বরে নামা সাকিব আলি ৪১ বলে দুটি করে চার ও ছক্কায় করেন ৪৬ রান। ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল ১২ আর জাস্টিন কেম্প করেন ১৫ রান। ব্যাটিংয়ে নামেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ও দলের অধিনায়ক বিরেন্দর শেওয়াগ।

ভার্গোর হয়ে দুটি করে উইকেট নেন মালিঙ্গা বান্দারা ও জ্যাকব ওরাম। বাকি উইকেটটি নেন মুরালি কার্তিক। উইকেট পাননি ড্রিক ন্যানেস, আজহার মেহমুদরা।

১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভার্গোর ওপেনিং জুটি ভালো হয়নি। দলীয় ৪ রানের মাথায় বিদায় নেন দলপতি গ্রায়েম স্মিথ। তিন নম্বরে নামা ওয়াইজ শাহ (৫) ফেরেন দ্রুতই। ৩৩ রানে ভার্গোর দুই ব্যাটসম্যান সাজঘরে ফেরেন।

সেখান থেকে দলকে টেনে নেওয়ার চেষ্টা করেন আরেক ওপেনার নেইল ম্যাকেঞ্জি আর আজহার মেহমুদ। তবে, মেহমুদ (৫) রান আউট হয়ে সাঝঘরে ফিরলে চাপে পড়ে ভার্গো। এরপর স্কোরবোর্ডে আরও ৪৩ রান যোগ করেন ম্যাকেঞ্জি ও হাসান রাজা। ২৬ বলে ২৮ রান করে ফেরেন রাজা।

ম্যাকেঞ্জি খেলেন ৪৬ রানের ইনিংস। তার ৪২ বলে সাজানো ইনিংসে ছিল তিনটি চার আর একটি ছক্কা। শেষ দিকে জ্যাকব ওরাম ১৮ আর জেমস ফসটার ১১ রানের ইনিংস খেললেও দলের পরাজয় এড়াতে পারেননি।

জেমিনির হয়ে দুটি উইকেট তুলে নেন কাইল মিলস। এছাড়া একটি করে উইকেট নেন পল হ্যারিস, গ্রাহাম অনিয়সন আর নাভিদ উল হাসান।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।