ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্মিথকে সতর্ক করলেন পন্টিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
স্মিথকে সতর্ক করলেন পন্টিং ছবি : সংগৃহীত

ঢাকা: ক্রিকেটের তিন ফরমেটেই অস্ট্রেলিয়া দলের নেতৃত্বের ভার এখন স্টিভেন স্মিথের কাঁধে। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) স্মিথকে অধিনায়ক করে টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

তবে সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের কাছে ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না।

স্মিথের হাতে টি-টোয়েন্টির অধিনায়কত্ব উঠায় কিছুটা উদ্বিগ্ন পন্টিং। টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলিয়ে অস্ট্রেলিয়া দলকে রেকর্ড ৩২৪ ম্যাচে নেতৃত্ব দেওয়া পন্টিংয়ের ভয়, তিন ফরমেটে জাতীয় দলের অধিনায়কত্ব করতে গিয়ে চ্যালেঞ্জের সঙ্গে চাপের সম্মুখীন হতে পারেন স্মিথ। যেমনটি তিনি হয়েছিলেন।

মেলবোর্ন রেডিও স্টেশন ‘এসইএন’কে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘মাত্রই তো সে এ দায়িত্ব (তিন ফরমেটের অধিনায়কত্ব) পেয়েছে। এটা কতদিন স্থায়ী হবে সেটিই এখন দেখার বিষয়। তার সামনে চাপের সঙ্গে সংগ্রাম অপেক্ষা করছে। স্মিথ টেস্ট অধিনায়ক হিসেবেও নতুন। এখন সে তিন ফরমেটেই দলের অধিনায়ক। আমার মতে, ব্যাপারটা খুব দ্রুতই হয়েছে। যাই হোক, এটা ‍আমার সঙ্গেও হয়েছিল। ’

পন্টিং আইপিএলের গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ ছিলেন। ফিঞ্চও খেলেন একই টিমে। তাই স্বদেশীকে খুব কাছ থেকেই দেখেছেন পন্টিং। তাই ফিঞ্চকেই তিনি অজি টি-২০ দলের অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছেন। এক্ষেত্রে তার ইনজুরি সমস্যা স্মিথকে অধিনায়ক করার পেছনে নির্বাচকদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলে মনে করেন তিনি।

এ ব্যাপারে পন্টিংয়ের ভাষ্য, ‘ফিঞ্চকে অধিনায়ক হিসেবে দেখতে না পেয়ে ‍আমি একটু অবাকই হয়েছি। আমি ঠিক জানি না, যেমনটি আমরা ভাবছি ইনজুরি কী তার চেয়েও গুরুতর। গত বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময়ও সে একই ধরনের (হ্যামস্ট্রিং) ইনজুরিতে ভুগেছিল। ’

উল্লেখ্য, ২০১১ সালে মাইকেল ক্লার্কের টি-২০ ক্রিকেটে অবসরের পর এ ফরমেটে অধিনায়ক হিসেবে কয়েকজনকে দেখা গেছে। ২০১৪ সালে ফিঞ্চের হাতে নেতৃত্ব উঠার আগে অজি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করেন ক্যামেরন হোয়াইট ও জর্জ বেইলি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএম

** স্মিথের নেতৃত্বেই টি-২০ বিশ্বকাপে অজিরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।