ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্টে বাংলাদেশের ১০ পয়েন্ট অর্জন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মে ৩, ২০১৬
টেস্টে বাংলাদেশের ১০ পয়েন্ট অর্জন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আইসিসি’র টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১০ পয়েন্ট অর্জন হয়েছে বাংলাদেশের। আগের নয় নম্বর পজিশনে থাকলেও আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মাত্র ৮ পয়েন্টের ব্যবধান রয়েছে।

মঙ্গলবার (০৩ মে) টেস্টের বাৎসরিক এই আপডেট প্রকাশ করে আইসিসি।

নতুন র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই রয়েছে অস্ট্রেলিয়া। ছয় পয়েন্ট নেমে দ্বিতীয় স্থানে ভারত। এক পয়েন্ট পিছনে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তবে তৃতীয় স্থান থেকে নেমে ছয়ে চলে গিয়েছে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়া ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। দুইয়ে থাকা ভারতের পয়েন্ট ১১২, তিন নম্বরে থাকা পাকিস্তান ১১১, ইংল্যান্ড ১০৫ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। ৯৮ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড রয়েছে পাঁচে। ছয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৯২। সাত নম্বর পজিশনে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৮৮, আটে ওয়েস্ট ইন্ডিজ ৬৫ ও নয় নম্বরে বাংলাদেশ ৫৭। ১২ পয়েন্ট নিয়ে ১০ এ জিম্বাবুয়ে।

এই র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে ভালো উন্নতি হয়েছে পাকিস্তানের। আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রোটিয়ারা। দ.আফ্রিকার অবনতিতে এগিয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডও।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ০৩ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।