ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দিবা-রাত্রির টেস্টে রোমাঞ্চিত ছিলেন তাসকিন-সোহান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মে ৫, ২০১৬
দিবা-রাত্রির টেস্টে রোমাঞ্চিত ছিলেন তাসকিন-সোহান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: আগামী মৌসুম থেকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দিবা-রাত্রির টেস্ট আয়োজনের চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। তবে, এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করবে বোর্ড।

 

২০১৩ সালেই পরীক্ষামূলকভাবে বাংলাদেশ ক্রিকেট লিগে ফ্লাডলাইটের আলোতে ম্যাচ আয়োজন করা হয়েছিল। এরপর তিন বছর পেরিয়ে গেলেও এ ধরনের ম্যাচ আর আয়োজিত হয়নি। তবে, সম্প্রতি নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষে একটি দিবা-রাত্রির টেস্ট খেলতে আগ্রহের কথা জানালে আবারো উঠে আসে টাইগারদের দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলার প্রসঙ্গটি।

২০০৯ সালেও বাংলাদেশ প্রস্তাব পেয়েছিল দিবা-রাত্রির সাদা পোশাকে ম্যাচ খেলার। সেবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড টাইগারদের এমন ম্যাচে অংশ নেওয়ার জন্য প্রস্তাব করেছিল।

২০১৩ সালে মিরপুরে অনুষ্ঠিত ‍বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচটি হয়েছিল ফ্লাডলাইটের আলোয় গোলাপি বলে। ম্যাচের আগে বোর্ড সভাপতি দুই দলের অধিনায়কের হাতে গোলাপি বল তুলে দেন। সে ম্যাচে খেলেছিলেন বর্তমান জাতীয় দলের অনেক তারকাই। ফাইনালের সে ম্যাচটিতে ছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ, ব্যাটসম্যান সাব্বির রহমান, নাসির হোসেন, স্পিনার সাকলাইন সজীব, উইকেটরক্ষক নুরুল হাসান সোহানরা।

তাসকিন ও নুরুল হাসান জানান, প্রথমত কিছুটা সমস্যা হলেও পরে তারা ম্যাচে মানিয়ে নিয়েছিলেন। পুনরায় এ ধরনের ম্যাচ মাঠে গড়ালো বেশ ভালো হবে বলেই তাদের মত।

তাসকিন জানান, আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছিলাম গোলাপি বল দ্রুত নরম হয়ে যাওয়ায় পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়তে হয়েছিল। কিন্তু, আমি চাই এ ধরনের ম্যাচ আরও হোক। লংগার ভার্সনের ক্রিকেটে এটি বেশ চমকপ্রদ ব্যাপার। ফ্লাডলাইটের আলোয় খেলাটাও বেশ রোমাঞ্চকর।

সে ম্যাচে খেলা উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহান জানান, ব্যক্তিগতভাবে আমি গোলাপি বলে খেলার আগে খুব রোমাঞ্চিত ছিলাম। মনে আছে ফ্লাডলাইটের আলোয় শুরুতে আমাদের জন্য ভিন্ন কিছু ছিল। গোলাপি বলে পরে আমরা মানিয়ে নিয়েছিলাম। উইকেটরক্ষক ও ব্যাটসম্যান হিসেবে আমাকে প্রতিবারই শুরুতে একটু মানিয়ে নিতে হয়েছিল। পরে সব কিছুই স্বাভাবিক মনে হয়েছে।

সম্প্রতি অজি ক্রিকেট বোর্ডের প্রস্তাবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা দিবা-রাত্রির টেস্ট খেলার ব্যাপারে আপত্তি করেছেন। ক্রিকেট ইতিহাসের প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সে ম্যাচ নিয়েও ক্রিকেটারদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ০৫ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।