ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোর্ডের নতুন চুক্তিতে পাকিস্তানের নারী ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মে ৫, ২০১৬
বোর্ডের নতুন চুক্তিতে পাকিস্তানের নারী ক্রিকেটাররা ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের ২২ নারী ক্রিকেটার বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় আসছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০১৫ সালের দুর্দান্ত পারফর্মের উপহারস্বরূপ পাকিস্তানের নারী ক্রিকেটারদের চারটি ভিন্ন ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

‘এ’ থেকে ‘ডি’ এই চার ক্যাটাগরিতে রাখা দেশটির নারী ক্রিকেটারদের এক বছরের জন্য চুক্তিবদ্ধ করা হচ্ছে। ২০১৬ সালের ০১ জানুয়ারি থেকেই তারা চুক্তির সুবিধা ভোগ করবেন বলে জানায় পিসিবি।

‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন চার নারী ক্রিকেটার। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন আরও তিন নারী ক্রিকেটার। এছাড়া ‘সি’ ক্যাটাগরিতে ৯ জন আর ‘ডি’ ক্যটাগরিতে ৬ জন ক্রিকেটার রয়েছেন।

সানা ‍মিরের নেতৃত্বে বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশ ও স্বাগতিক ভারতকে হারালেও ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের বিপক্ষে হেরে সেমিতে উঠা হয়নি পাকিস্তান নারী দলের। তবে, ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটে দলটি ভালো পারফর্ম করায় তাদের নতুন করে চুক্তিবদ্ধ করবে পিসিবি।

নতুন চুক্তির আওতায় পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক সানা মির, অলরাউন্ডার বিসমাহ মারুফ, ডানহাতি ব্যাটার জাভেরিয়া ওয়াদুদ আর বোলিং অলরাউন্ডার আসমাভিয়া ইকবালকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে আছেন অলরাউন্ডার নিদা দার, লেফটআর্ম বোলার আনাম আমিন এবং ডানহাতি ব্যাটার ফাতিমা আবিদি।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ০৫ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।