ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নেই স্টেইন-ডেভিড মিলার, নতুন মুখ শামসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মে ৬, ২০১৬
নেই স্টেইন-ডেভিড মিলার, নতুন মুখ শামসি ছবি: সংগৃহীত

ঢাকা: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য বাঁহাতি রিস্ট স্পিনার তাবরাইজ শামসিকে দলে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন পেসার ডেল স্টেইন।

প্রথম ম্যাচে মাঠে নামা নিয়ে শঙ্কায় ফাফ ডু প্লেসিস।

 

আগামী ৩ জুন থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি। আর ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা।

২৬ বছর বয়সী শামসি প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার নির্বাচক কমিটির আহ্বায়ক লিন্ডা জোনডি জানান, আমরা একাদেশে তিনজন স্পিনার রাখার চেষ্টা করব। ওয়েস্ট ইন্ডিজের উইকেটের ভিন্নতার কথা মাথায় রেখেই বাঁহাতি রিস্ট স্পিনার শামসিকে দলে রাখা হয়েছে।

এবারের আইপিএলের আসরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন শামসি। ৬৮টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ২৭২টি উইকেট তুলে নিয়েছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪২ ম্যাচে ৪৪টি উইকেট দখল করেছেন শামসি।

এদিকে, ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ডেল স্টেইন, ডেভিড মিলার, ডেভিড উইসি ও মার্চেন্ট ডি ল্যাঙ্গে। টেস্ট সিরিজকে সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে স্টেইনকে। দলে এসেছেন ওয়েইন পারনেল। তবে, চোট কাটিয়ে ফিরলেও ওয়ানডে দলে রাখা হয়নি পেসার ভারনন ফিল্যান্ডারকে।

ওয়ানডে দলের স্কোয়াডে রাখা হলেও প্রথম ম্যাচে অনিশ্চিত আইপিএলে খেলতে গিয়ে আঙ্গুল ভেঙে ফেলা ফাফ ডু প্লেসিস।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, মরনে মরকেল, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, রিলে রুশো, তাবরাইজ শামসি।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ০৬ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।