ঢাকা: আইপিএলের ৩৬তম ম্যাচে জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। মোহালির বিন্দ্রা স্টেডিয়ামে দিল্লি ডেয়ারডেভিলসকে ৯ রানে হারিয়েছে মুরালি বিজয়ের পাঞ্জাব।
আগে ব্যাট করা পাঞ্জাব ৫ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। জবাবে, ৫ উইকেট হারিয়ে দিল্লির ইনিংস থামে ১৭২ রানে।
পাঞ্জাবের হয়ে ওপেনার মুরালি বিজয় ২৫ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার মার্কাস স্টোইনিস ৪৪ বলে করেন ৫২ রান। আইপিএলের আসরে প্রথমবারের মতো খেলতে আসা হাশিম আমলা তার অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারেননি। মাত্র এক রান করে বিদায় নেন তিনি।
চার নম্বরে নামা রিদ্ধিমান শাহা ৩৩ বলে ৫২ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল ১৬, ডেভিড মিলার ১১ আর আকসার প্যাটেল করেন ১৬ রান।
১৮২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দিল্লির ওপেনার কুইন্টন ডি কক ৩০ বলে ৫২ রান করে বিদায় নেন। আরেক ওপেনার সঞ্জু স্যামসন ৩৫ বলে ৪৯ রান করেন। উদ্বোধনী জুটি থেকে তারা ৭০ রান তুললেও আর কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি।
করুন নায়ার ২৩, স্যাম বিলিংস ৬, কার্লোস ব্রাথওয়েইট ১২, ক্রিস মরিস ১৭ আর রিশব প্যান্ট ৪ রান করেন।
পাঞ্জাবের হয়ে ৪ ওভারে ৪০ রান খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট পান মার্কাস স্টোইনিস। ফলে, ম্যাচ সেরার পুরস্কারও উঠে তার হাতে।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, ০৮ মে ২০১৬
এমআর