ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চোট পেয়ে মাঠ ছাড়লেন বিজয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মে ১০, ২০১৬
চোট পেয়ে মাঠ ছাড়লেন বিজয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: প্রিমিয়ার লিগে নিজের তৃতীয় ম্যাচেই সেঞ্চুরির দেখা পান গাজী গ্রুপ ক্রিকেটার্সের ওপেনার এনামুল হক বিজয়। এক ম্যাচে বাদে মিরপুরে আবারও হেসে ওঠে তার ব্যাট।

মঙ্গলবার (১০ মে) সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন এ ডানহাতি ওপেনার। তবে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সেটি সম্ভব হচ্ছে না।

 

কলাবাগান ক্রীড়া চক্রের দেয়া ২২৪ রানে জয়ের লক্ষ্যে নেমে ব্যক্তিগত ৭০ রানে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে এনামুল হক বিজয়কে।   মাঠ ছাড়ার আগে ১১২ মিনিট ক্রিজে থেকেছেন তিনি।

ইনিংসের মাঝপথে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন এনামুল হক বিজয়। কিন্ত চোট সত্ত্বেও ব্যাট করে যান এ ইনফর্ম ব্যাটসম্যান। দ্বিতীয়বার চোট পেলে বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় তাকে।

এবারের লিগে ব্যাট হাতে দারুণ ধারাবাহিক গাজী গ্রুপের এ ওপেনার। ৬৭, ৪২, ১০০, ২৩ এর পর আজ করলেন ৮৩ বলে ৭০ রান। ১১২ মিনিট ক্রিজে থেকে ৬টি বাউন্ডারির সঙ্গে একটি ওভার বাউন্ডারিও হাঁকান বিজয়।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ১০ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।