ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংলিশ দলে ডাক পেলেন ভিন্স-বল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, মে ১৩, ২০১৬
ইংলিশ দলে ডাক পেলেন ভিন্স-বল ছবি:সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ড টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেলেন জেমস ভিন্স ও জ্যাক বল। ভিন্স কাউন্টি দল হ্যাম্পশায়ারের ব্যাটসম্যান হিসেবে খেলেন।

আর নটিংহ্যাম্পশায়ারের পেসারের ভূমিকায় কাজ করেন বল। শ্রীলঙ্কার বিপক্ষে ইংলিশদের হেডেংলি টেস্টে ডাক পেলেন তারা।

এবারের টেস্টে ওপেনিংয়ে অধিনায়ক অ্যালিস্টার কুকের সেঙ্গ নামবেন অ্যালেক্স হেলসই। সেই সঙ্গে তিন নম্বর পজিশনে পরিবর্তিত থাকবনে নিক কম্পটন।

ভিন্স খেলতে পারেন পাঁচ নম্বরে। এ জায়গায় ছিলেন জেমস টেইলর। তবে কিছুদিন আগে হার্টের সমস্যার কারণে তরুণ বয়সেই ক্রিকেটকে বিদায় জানা তিনি। ভিন্স এর আগে ইংলিশদের হয়ে একটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছিলেন।

এদিকে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এর আগে কোন ফরম্যাটের ক্রিকেটে অভিজ্ঞতা নেই বলের। তবে এ দলের বোলিং বিভাগে তার থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ১৯ মে প্রথম টেস্ট শুরু হবে।

হেডেংলি টেস্টের জন্য ইংল্যান্ড দল:
অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্টুয়ার্ট ব্রড, নিক কম্পটন, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, জো রুট, বেন স্টোকস, জেমস ভিন্স।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, ১৩ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।