ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির কাছে রিয়াদের হার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৬
মাশরাফির কাছে রিয়াদের হার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ফতুল্লা থেকে: বৈশাখের শেষ দিনটিতে কোথাও ঝড়ের খবর পাওয়া না গেলেও ফতুল্লায় কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ব্যাটিং ঝড়ে উড়ে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

 

খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে (১৪ মে) প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মাশরাফির সেঞ্চুরিতে কলাবাগানের করা ৩১৬ রানের জবাবে ২৯৫ রানে থামে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

ফতুল্লার ব্যাটিং স্বর্গে ২১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কলাবাগান। লিগে মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্রের এটি টানা দ্বিতীয় জয়।

 

মাশরাফি এ দিন ব্যাট হাতে নেমে নাকাল করেন শেখ জামালের বোলারদের। ১১টি ছক্কা ও দুটি চারের সাহায্যে ৫১ বলে ১০৪ রানের টর্নেডো ইনিংস খেলে থামেন এই ডানহাতি ব্যাটসম্যান। লিস্ট ‘‌এ’ ক্রিকেটে এটি বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের দ্রততম সেঞ্চুরির রেকর্ড।
 
এদিন ছয় নম্বরে ব্যাটিংয়ে আসেন মাশরাফি। যতক্ষনে উইকেটে নামেন ততক্ষনে শেষ ৩৫ ওভার। শেষ ১৫ ওভারে শেখ জামালের বোলারদের উপর তাণ্ডব চালান মাশরাফি। আউট হন ইনিংসের ৪৯তম ওভারে।

মাশরাফি নামার আগে ওপেনার জসিমউদ্দিনের ৬৪ ও হ্যামিল্টন মাসাকাদজার ৪৫ রান ভালো সংগ্রহের ভিত গড়ে দেয় কলাবাগানকে। শেষ অবধি ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩১৬ রানের সংগ্রহ দাঁড় করায় কলাবাগান।

সোহাগ গাজী ও মাহমুদউল্লাহ রিয়াদ নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম ও নাজমুস সাদাত।
 
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে শেখ জামাল। ওভার প্রতি ৬ রান করে তুলে ভালোই জবাব দিচ্ছিলেন রাসেল আল মামুন ও সোহাগ গাজী। মাশরাফির করা ইনিংসের প্রথম ওভারেই মাহবুবুলের উইকেট খোয়ানো শেখ জামালের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৭১ রান। রাসেল আল মামুন ৪০ ও সোহাগ গাজী ৪৭ রান করে আউট হলে লড়াই থেকে ছিটকে পড়ে ধানমন্ডির এ ক্লাবটি।

শেষ দিকে মুক্তার আলী ৩৮ বলে ৫১ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কিছুটা কমান। জাবিদ হোসেন ও ওয়াহিদুল আলম শেষ উইকেট জুটিতে ৭০ রানের জুটি গড়ে হারের ব্যবধান অনেকটাই কমিয়ে দেন। শেষ দুই ওভারে এ দুই ব্যাটসম্যান যোগ করেন ৪২ রান। জাবিদ অপরাজিত ৫২ ও ওয়াহিদুল করেন ৪৯ রান।
 
হ্যামিল্টন মাসাদাকাদজা নেন চারটি উইকেট। মাশরাফি বিন মর্তুজা, দেওয়ান সাব্বির, আব্দুর রাজ্জাক ও নিহাদুজ্জামান নেন একটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ১৪ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।