ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাশারের ভাইয়ের পাশে দাঁড়ানোর আহ্বান ক্রিকেটারদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মে ১৫, ২০১৬
বাশারের ভাইয়ের পাশে দাঁড়ানোর আহ্বান ক্রিকেটারদের

ঢাকা: মোহামেডান স্পোর্টিং ক্লাবের এক সময়ের নির্ভরতার প্রতীক, গোলরক্ষক কাজী ইকরামুল বাশার তুহিন পাকস্থলির ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন। ইকরামুল বাশার বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমনের বড় ভাই।

 

ক্যান্সার আক্রান্ত ইকরামুল বাশারকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ  জাতীয় দলের ক্রিকেটাররা।

রোববার (১৫ মে) দুপুরে ইকরামুল বাশারকে দেখতে তার লালমাটিয়ার বাসায় যান মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ। এ সময় তারা সমাজের বিত্তবান ও ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িতদের ইকরামুল বাশারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘সমাজের যারা বিত্তবান আছেন এবং স্পোর্টসের সঙ্গে যারা জড়িত ভালো অবস্থানে আছেন তাদের আমরা জাতীয় দলের খেলোয়াড় হিসেবে অনুরোধ করবো যে আপনারা এসে তুহিন ভাইয়ের পাশে দাঁড়াবেন। এই সময় মানুষ একটু সমবেদনা চায়। আমার বিশ্বাস আপনারা তার পাশে এসে দাঁড়ালে তিনি একটু সাহস পাবেন। তিনি প্রায় পাঁচ-ছয় বছর মোহামেডান ক্লাবে খেলেছেন। তাই আশা করবো মোহামেডান ক্লাবও তার পাশে এসে দাঁড়াবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ সবাই যেন সাহায্য করেন। তিনি বাংলাদেশের স্পোর্টসকে অনেক কিছু দিয়েছেন। আমরাও পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছি। ’

বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘খেলাধুলা এমন একটা জিনিস যা বাংলাদেশের জন্য একটা হ্যাপিনেস আনে। আর একজন স্পোর্টসম্যানকে তার জীবনে হ্যাপিনেস ফিরিয়ে দিতে পারলে তার থেকে বেশি আনন্দের কিছুই হতে পারেনা। তাই আমাদের সবার তরফ থেকে অনুরোধ, আপনারা তার পামে এসে দাঁড়ান। এটাই তার পরিবারের জন্য অনেক বড় সাহায্য হবে। ’

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘সবাই যদি এগিয়ে আসি তাহলে যে কোনো কিছুই সম্ভব। আমরা আল্লাহর কাছে দোয়া করবো। অবশ্যই চাইবো যাদের সামর্থ্য আছে তারা যেন পাশে দাঁড়ান। আমরাও চেষ্টা করবো তাকে সাহায্য করার। ’  

বাংলাদেশ দলের পেসার তাসকিন ‍আহমেদ বলেন, ‘আসলে এ মুহূর্তে বড় বড় মানুষ, প্রতিষ্ঠান যারা আছে তাদের এখন তার পাশে থাকা উচিত। একসময়  তিনি স্পোর্টসের জন্য অনেক কিছু করেছেন। ’  

নব্বই দশকের মাঝামাঝি সময়ে ফুটবলের মাঠে দাঁপিয়ে বেড়িয়েছেন কাজী ইকরামুল বাশার। পাকস্থলির ক্যান্সার কেড়ে নিয়েছে তার স্বাভাবিক জীবন। বিছানায় শুয়ে স্মৃতির ভেলায় চেপে পেছনে ফিরে যান কুষ্টিয়ার বিখ্যাত কাজী পরিবারের সন্তান।

 এ বছরের জানুয়ারিতে তার শরীরে ক্যান্সারের অস্তিত্ব ধরা পড়ে। ঢাকার একটি হাসপাতালে অপারেশনের পরও তা সেরে উঠেনি। মরণব্যাধি ক্যান্সার ধরা পড়েছে সাবেক এ ফুটবলারের। এখন প্রয়োজন উন্নত চিকিৎসার। বড় ভাইকে বাঁচাতে নিরন্তর ছুটে বেড়াচ্ছেন জাতীয় দলের অন্যতম সফল অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ১৫ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।