ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম টেস্টে ছিটকে গেলেন প্রশাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, মে ১৬, ২০১৬
প্রথম টেস্টে ছিটকে গেলেন প্রশাদ ধামিকা প্রশাদ-ছবি:সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনজুরির কারণে ছিটকে গেলেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার ধামিকা প্রশাদ। ১৯ মে হেডেংলিতে অনুষ্ঠেয় ম্যাচটির আগে কাঁধের ইনজুরিতে ভুগছেন তিনি।

ফলে চিন্তার ভাজ পড়লো লঙ্কান কোচ গ্রাহাম ফ্রোডের কপালে।

গত সপ্তাহে এসেক্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল করা সময় চোট পান প্রশাদ। সে সময় ব্যাপারটি ছোটখাট বলে জানানো হয়েছিলো। তবে ফ্রোড জানিয়েছেন, এটি মারাত্মক কিছু।

ফ্রোড বলেন, ‘ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারছে না প্রশাদ। তবে আশা করছি খুব দ্রুতই আমরা তাকে পাবো। দ্বিতীয় ও তৃতীয় টেস্টে তাকে মাঠে পাওয়া যেতে পারে। ’

এদিকে প্রশাদে ইনজুরিতে খুশি হতে পারে ইংল্যান্ড শিবির। কারণ ২০১৪ সালে এই হেডেংলির মাঠেই ইংলিশদের ধ্বস নামিয়েছিলেন ডানহাতি পেসার। সেবার দ্বিতীয় ইনিংসে ৫০ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়ে দলকে জেতান প্রশাদ।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ১৬ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।