ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সোহানের শতকে প্রাইম ব্যাংকের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ১৬, ২০১৬
সোহানের শতকে প্রাইম ব্যাংকের জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। লিজেন্ডস অব রুপগঞ্জকে ৬০ রানে হারিয়েছে সাব্বির রহমান, শুভাগত হোম, নুরুল হাসান সোহান আর রুবেল হোসেনদের নিয়ে সাজানো প্রাইম ব্যাংক।

বিকেএসপির তিন নম্বর মাঠে সোমবার (১৬ মে) মোশাররফ রুবেল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন আর তাইজুল ইসলামদের রুপগঞ্জকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক সাত ম্যাচের চারটিতে জয় পায়। তিনটি ম্যাচ হারা প্রাইম ব্যাংকের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৮। অপরদিকে, সাত ম্যাচের চারটিতে জিতে আর দুটিতে হেরে রুপগঞ্জ অর্জন করেছে ৯ পয়েন্ট। তাদের বাকি ম্যাচটি টাই হয়। সর্বোচ্চ ১০ পয়েন্ট করে উপরের দিকে মুশফিকুর রহিমের মোহামেডান আর প্রাইম দোলেশ্বর। এ ম্যাচ জিতে শীর্ষে উঠার সুযোগ ছিল রুপগঞ্জের।

বিকেএসপির মাঠে আগে ব্যাট করে প্রাইম ব্যাংক ৯ উইকেট হারিয়ে তোলে ২৯৯ রান। ৩০০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪৫.৫ ওভার ব্যাট করে ২৩৯ রানে অলআউট হয় রুপগঞ্জ।

প্রাইম ব্যাংকের হয়ে ইনিংস সর্বোচ্চ ১০৮ রান করেন নুরুল হাসান সোহান। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটিই তার প্রথম সেঞ্চুরি। ১১২ বল মোকাবেলা করে ৭টি চার আর দুটি ছক্কায় সোহান তার ইনিংসটি সাজান।

ওপেনার মেহেদি মারুফ ৬৪ বলে ৯টি বাউন্ডারি আর ৩টি ওভার বাউন্ডারিতে করেন ৭৫ রান। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে সাব্বির রহমান ১১ রান করে বিদায় নেন। ৪০ রান আসে শচীন রানার ব্যাট থেকে। শুভাগত হোম ১১ ও তাইবুর রহমান ২৫ রান করেন।

রুপগঞ্জের হয়ে দুটি করে উইকেট তুলে নেন মোশাররফ হোসেন, আসিফ আহমেদ, আলাউদ্দিন বাবু আর নাহিদুল ইসলাম। একটি উইকেট দখল করেন সৌম্য সরকার।

৩০০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে রুপগঞ্জের ওপেনার সাক্সেনা করেন ৫২ রান। আরেক ওপেনার সৌম্যর ব্যাট থেকে আসে ১৭ রান। মোহাম্মদ মিঠুন ৬ রান করে বিদায় নেন। দলপতি মোশাররফ রুবেল ২৬, আসিফ আহমেদ ৪৭, নাহিদুল ইসলাম ২৮, আবু হায়দার রনি ২১ রান করেন।

৪৫.৫ ওভার ব্যাট করে ২৩৯ রানে অলআউট হয় রুপগঞ্জ।

প্রাইম ব্যাংকের হয়ে শচীন রানা চারটি উইকেট দখল করেন। এছাড়া, দুটি করে উইকেট নেন নাজমুল ইসলাম ও রুবেল হোসেন।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নুরুল হাসান সোহান।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ১৬ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।