ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কলাবাগান ক্রিকেট একাডেমিকেও গুরুত্ব দিচ্ছেন নাসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মে ২৩, ২০১৬
কলাবাগান ক্রিকেট একাডেমিকেও গুরুত্ব দিচ্ছেন নাসির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

মিরপুর থেকে: ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে মঙ্গলবার (২৪ মে) মাহমুদুল হাসান লিমনের কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে লড়বে ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।


 
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসরে বলতে গেলে অদম্য প্রাইম দোলেশ্বর। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। দোলেশ্বরের সমান সংখ্যক ম্যাচে মোহামেডানের পয়েন্টও ১০। তবে দোলেশ্বরের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে মোহামেডান হেরে যাওয়ায় শীর্ষে দোলেশ্বরই।
 
পক্ষান্তরে, এই ম্যাচে দোলেশ্বরের প্রতিপক্ষ ২ পয়েন্ট নিয়ে টেবিলের একবারে তলানিতে থাকা দল কলাবাগান ক্রিকেট একাডেমি।  
 
এই সমীকরণকে সামনে রেখে এবং সুপার লিগের লড়াইয়ে আরও একধাপ এগিয়ে যেতেই কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে প্রাইম দোলেশ্বর মাঠে নামবে বলে জানালেন দলটির ব্যাটসম্যান নাসির হোসেন, ‘কালকের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফাস্ট লিগে যারা এগিয়ে থাকবে তাদের সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়া একটু সহজ। এই পয়েন্টগুলো যেহেতু কাউন্ট হয় তাই সব ম্যাচই গুরুত্বপূর্ণ। ’
 
সপ্তম রাউন্ড শেষে অষ্টম রাউন্ডের আগে চার দিনের বিরতি পেয়েছেন প্লেয়াররা সবাই। আর এই বিরতিটি সবার জন্যই ভীষণ প্রয়োজন বলে মত দিলেন নাসির, ‘আপনারা দেখছেন অনেক গরম পড়েছে। খেলোয়াড়রা অনেক কষ্ট করছে। তাই এই ব্রেকটা দরকার ছিল। বিশ্রাম দরকার ছিল। আমার মনে হয় ভালোই হয়েছে। ’
 
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসরে দোলেশ্বরের হয়ে নাসির সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে ব্যাটিং করেন। তার ইনিংসগুলো  ৩৭, ১৪, ৩৫, ৪৮ ও ৯৭। আর এই পারফরম্যান্সে তিনি মোটামুটি তুষ্ট বলে গনমাধ্যমকে জানান, ‘আমি চেষ্টা করছি ভালো খেলার জন্য। যতটুকু আমার সামর্থ্য আছে বোলিং, ব্যাটিং যাই বলেন না কেন সেটা করার চেষ্টা করছি। আমার পারফরম্যান্সে খুব বেশি খুশি না, মোটামুটি খুশি। আরও ভালো করার সুযোগ ছিল, ইনশাল্লাহ পরের ম্যাচে তা করার চেষ্টা করবো। ’
 
ব্যাট হাতে দোলেশ্বরের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করছেন নাসির। তবে এই অর্ডারে ব্যাট করে তিনি পর্যাপ্ত সংখ্যক রান করতে পারছেন না বলে দাবী করে বসেন, ‘আমি যেহেতু পাঁচে ব্যাটিং করছি তাই দুই তিনটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাইনি। আর যে তিন-চার ম্যাচে পেয়েছি তাতে আমার ব্যাটিংয়ে খুশি। ’
 
তবে পরের ম্যাচগুলোতে ব্যাটিং অর্ডার এগিয়ে আসতে পারে বলে ইঙ্গিত দিয়ে রাখলেন নির্ভরযোগ্য এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
 
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২৩ মে ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।