ঢাকা: বাজে অবস্থার মধ্যে চলছে পাকিস্তান ক্রিকেট। এরই ধারাবাহিকতায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন শাহরিয়ার খান।
এ প্রসঙ্গে শাহরিয়ার বলেন, ‘আমি পিসিবি প্রধানের পদ থেকে সরে যাব কি যাব না এ ব্যাপারে এখনও পাকাপাকি কোন সিদ্ধান্ত নেইনি। তবে আগামী ২০ আগস্ট আমার দুই বছরের মেয়াদ শেষ হচ্ছে। ভবিষ্যতই বলে দিবে কি হবে। ’
এদিকে পাকিস্তান ক্রিকেট সংস্কৃতির ওপর হতাশ দেশটির সাবেক এ কুটনৈতিক বলেন, ‘এটা হতাশার ব্যাপার, যে পাকিস্তান ক্রিকেট ভালো সময়ের মধ্যে নেই। যেটির দায় নিতে হয় বোর্ড কর্মকর্তাদের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ভালো করতে পারেনি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলও সফল হতে পারেনি। তবে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের জন্য বোর্ড অবশ্যই দায়বদ্ধ। ’
শাহরিয়ার আরও জানান, মানুষকে বুঝতে হবে বোর্ড পাকিস্তানি ক্রিকেটারদের সুবিধা দিচ্ছে। এছাড়া ক্রিকেটের উন্নতির জন্য ও খেলোয়ারদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ৩০ মে, ২০১৬
এমএমএস