ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে তামিম-সাকিবের আবাহনী লিমিটেড। বুধবার (০১ জুন) দশম রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংকে পাঁচ উইকেটে হারিয়ে সুপার লিগ অনেকটাই নিশ্চিত করে ফেলেছে দলটি।
বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংকের দেয়া ২৪১ রানের মাঝারিমানের লক্ষ্য ইনিংসের ৩৩ বল ও পাঁচ উইকেট হাতে রেখে অতিক্রম করে আবাহনী। ভারতীয় রিক্রুট ইউসুফ পাঠান ও আগের ম্যাচের জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট আবাহনীকে সহজ জয় এনে দেয়।
৬৪ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক। ৪৯ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ইনিংসটি সাজান মোসাদ্দেক। ইউসুফ পাঠানের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৬০ রান। ওপেনিংয়ে তামিম ইকবালের করা ৪০ রানের ইনিংসটিও ছিল দলের জন্য কার্যকরী।
শেষের দিকে লিটন দাসের ৫১ বলে ২৫ রানের ইনিংসটিও জয়ে দারুণ ভূমিকা রেখেছে। মোসাদ্দেক-লিটন ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৮৭ রানে জুটি গড়ে ম্যাচটিকে একপেশে করেন।
প্রাইম ব্যাংকের শুভাগত হোম একাই নিয়েছেন তিনটি উইকেট। নাজমুল ইসলাম নিয়েছেন দুটি উইকেট।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে প্রাইম ব্যাংক। নুরুল হাসানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৬ রান। তাইবুর রহমান করেন ৪৩ রান। শেষ দিকে মনির হোসেন ১৯ বলে ২৫ রানের ইনিংস খেলে লড়াইয়ের পুঁজি এনে দেন প্রাইম ব্যাংককে।
আবাহনীর হয়ে আজ দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান। ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে তুলে নেন চার উইকেট। ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। প্রথম ওভারে দেন ২ রান। নিজের দ্বিতীয় ওভারে সাকিব ইনফর্ম ব্যাটসম্যান সাব্বির রহমানকে ০ রানে সাজঘরে পাঠান।
সাকিবের তৃতীয় ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান নিতে পারেননি ভারতীয় ব্যাটসম্যান উন্মুখ চান্দ। শেষ বলে চান্দ এলবিডব্লু্উ হলে গেলে মেডেন উইকেট পান সাকিব।
এর পর নিজের পঞ্চম ওভারে তৃতীয় উইকেটটি নেন সাকিব। ওপেনার মেহেদি মারুফকে (২৬) বোল্ড করলে ৭৯ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে প্রাইম ব্যাংক। প্রথমে দুটি স্পেলে ৭ ওভার বোলিং করে ১৩ রান দিয়ে তুলে নেন প্রাইম ব্যাংকের সেরা তিন ব্যাটসম্যানকে।
যদিও শেষ স্পেল খরুচে ছিলেন সাকিব। তিন ওভারে ২২ রান দিয়ে নেন আরও একটি উইকেট। আবাহনীর আরেক বাঁহাতি স্পিনার সাকলাইন সজীবও এদিন দুর্দান্ত বোলিং করেছেন ১০ ওভারে ৩৯ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন শান্ত নিয়েছেন একটি করে উইকেট।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ০১ জুন, ২০১৬
এসকে/এমএমএস