ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফ্লপ একাদশে গেইল-ম্যাক্সওয়েল-মিলারসহ ৬ ভারতীয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুন ৩, ২০১৬
ফ্লপ একাদশে গেইল-ম্যাক্সওয়েল-মিলারসহ ৬ ভারতীয় ছবি: সংগৃহীত

ঢাকা: মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদের হাতে শিরোপা ওঠার মধ্য দিয়ে শেষ হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসর। বিশ্ব ক্রিকেট তারকাদের সঙ্গে এই মঞ্চে অনেক উঠতি তারকারা নিজেদের পারফর্ম দিয়ে জাত চিনিয়েছেন।

তেমনি, বিশ্ব সেরাদের সঙ্গে অনেক ক্রিকেটারই ছিলেন নিষ্প্রভ।

 

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ সদ্য সমাপ্ত আইপিএলের ‘ফ্লপ একাদশ’ সাজিয়েছে। এবারের আইপিএলের ব্যক্তিগত পারফর্মের উপর ভিত্তি করে তারা এই একাদশ সাজায়। আর ‘ফ্লপ একাদশে’ স্থান পাওয়া ক্রিকেটারদের মধ্যে ছয়জনই ভারতীয় ক্রিকেটার। এছাড়া অস্ট্রেলিয়ার তিনজন, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার রয়েছেন একজন করে ক্রিকেটার।

ক্রিকইনফোর ‘ফ্লপ একাদশ’:
১। শ্রেয়ার্স ইয়ার: গত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা শ্রেয়ার্স ৬ ম্যাচে করেছেন ৩০ রান। সর্বোচ্চ ১৯। গত আসরে দিল্লির হয়ে খেলা এই তারকা ব্যাট থেকে ১৪ ম্যাচে এসেছিল ৪৩৯ রান। যা ক্লাবের হয়ে সর্বোচ্চ রান ছিল।

২। ক্রিস গেইল: টি-টোয়েন্টি ফরমেটে ক্রিস গেইল ছাড়া অনেক কিছুই শূন্য মনে হয়। ক্যারিবীয় এই ব্যাটিং দানব এবার ছিলেন অনেকটাই নিষ্প্রভ। ব্যাঙ্গালুরুর হয়ে খেলা এই তারকা ২২.৭০ গড়ে করেছেন ২২৭ রান। মাত্র দু’টি ম্যাচ ছাড়া বাকি আটটি ম্যাচে তার ব্যাট কথা বলেনি। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি প্রথম পাঁচটি ম্যাচে।

৩। ডেভিড মিলার: পাঞ্জাবের এই বাঁহাতি ছিলেন দলের অধিনায়ক। কিন্তু পারফর্ম না করতে পারার জন্য অধিনায়কত্ব চলে যায় মিলারের। ১৪ ম্যাচে ১৬ গড়ে মাত্র ১৬১ রান করেন তিনি।

৪। গ্লেন ম্যাক্সওয়েল: এবারের আইপিএলে গেইলের মতো নামের প্রতি সুবিচার করেননি গত আসরগুলোতে ব্যাটে ঝড় তোলা ম্যাক্সওয়েল। ১১ ম্যাচ খেলে করেছেন মাত্র ১৭৯ রান। তার ব্যাট থেকে ১৪টি চার আর আট ছক্কা আসে। টুর্নামেন্টের মাঝপথে ইনজুরির কারণে দেশে ফিরে যান তিনি।

৫। দীপক হুদা: প্রায় সাড়ে চার কোটি ভারতীয় রুপি দিয়ে কেনা এই ডানহাতি সানরাইজার্সের অন্যতম খারাপ বিনিয়োগ। ১৭ ম্যাচে মাত্র ১৪৪ রান করেছেন তিনি। যেখানে তার গড় ছিল মাত্র ১০.২৮।

৬। হার্দিক পান্ডে: ভারতের হয়ে দুর্দান্ত খেলে আইপিএল শুরু করা হার্দিক মুম্বাইয়ের হয়ে ১১ ম্যাচে মোট ৪৪ রান করেছেন। নিয়েছেন মাত্র তিনটি উইকেট।

৭। পবন নেগি: আইপিএল নিলামে প্রায় সাড়ে ৮ কোটি ভারতীয় রুপি দিয়ে এই অলরাউন্ডারকে কিনে সবাইকে চমকে দিয়েছিল দিল্লি। আর ফ্রাঞ্চাইজিকে চমকে দিয়ে ৮ ম্যাচে ৫৭ রান আর মাত্র একটি উইকেট নিয়েছেন তিনি।

৮। জেমস ফকনার: এবারের আসরে গুজরাট লায়ন্সের হয়ে খেলা ফকনার ৯.৮২ ইকোনমি রেটে বল করেছেন। অজি এই পেসার হয়তো চাইবেন এই টুর্নামেন্টটি ভুলে যেতে। দলের হয়ে শেষ সাত ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি।

৯। মিচেল জনসন: আন্তর্জাকিত ক্রিকেটকে বিদায় জানালেও এবারের আইপিএলের আসরে নিজের পূর্ব অভিজ্ঞতা দেখাতে চেয়েছিলেন মিচেল জনসন। তবে, কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাত্র তিনটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন এই স্ট্রাইক বোলার। ৯.৬৩ ইকোনমি রেটে তিনি নিয়েছেন মাত্র দুটি উইকেট।

১০। মোহাম্মদ সামি: ভারতীয় এই পেসার এবারের আসরে আট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ৯.৬৯ ইকোনমি রেটে আর ৪৮.৮০ গড়ে তিনি পান মাত্র পাঁচটি উইকেট। রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে ৩.১ ওভার বল করে সামি ৫০ রান খরচ করেন।

১১। কর্ন শর্মা: আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদের সবচেয়ে খারাপ পারফর্মার নিঃসন্দেহে কর্ন শর্মা। মোট ১৬.২ ওভার বল করে ১৭০ রান দিয়ে কোনও উইকেট পাননি এই লেগস্পিনার।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ০৩ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।