ঢাকা: অস্ট্রেলিয়ার সিডনি যেন ফিরে এসেছিল টাইগারদের হোম গ্রাউন্ড মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিডনিতে শেন অ্যাবোটের এক বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন ফিলিপ হিউজেস।
শনিবার (১৮ জুন) হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে পেসার তাসকিন আহমেদের একটি বাউন্সার সোহরাওয়ার্দী শুভর মাথার নিচের অংশে আঘাত করলে মাঠ ছাড়তে হয় শুভকে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে পাঠানো হয় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। আঘাত পেয়ে মাঠেই লুটিয়ে পড়েন শুভ। তখন থেকেই তাকে নিয়ে শঙ্কা জাগে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মনে। তবে, আপাতত শঙ্কামুক্ত শুভ।
মিরপুরে ডিপিএলের সুপার লিগের ভিক্টোরিয়া-আবাহনীর গুরুত্বপূর্ণ ম্যাচে এ দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে।
এই ঘটনায় মুষড়ে পড়েন তাসকিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে সকলের কাছে শুভর জন্য দোয়া চান এই পেসার। ফেসবুকে অফিশিয়াল পেজে তাসকিন লেখেন, ‘আবাহনী বনাম ভিক্টোরিয়া ম্যাচে তাসকিনের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে গুরুতর অসুস্থ সোহরাওয়ার্দী শুভ। হাসপাতালে নেয়া হয়েছে। সবাই দোয়া করবেন যাতে বড় কোন প্রবলেম না হয়। ’
এর বেশ কিছুক্ষণ পর বলের আঘাতে আহত ভিক্টোরিয়া স্পোটিং ক্লাবের ক্রিকেটার শুভ শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানান, বলের আঘাত পাওয়ার পর শুভকে আমরা প্রাথমিক চিকিৎসা দেই। এরপর তাকে অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়। সেখানে আমাদের একজন চিকিৎসকও সার্বক্ষনিকভাবে সঙ্গে ছিলেন। তার সিটিস্ক্যান ও এমআরই রিপোর্টে নিউরোলজিক্যাল কোনো প্রবলেম নেই। এ মুহূর্তে স্বাভাবিক আছে। তবে আশংকা করা হচ্ছে ঘাড়ের সার্ভাইকাল ভাটিকাতে ছোট একটা চিড় থাকতে পারে। তবে সেটি ততটা গুরুতর নয়।
তাসকিন তার পেজে পুনরায় একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি জানান, বর্তমানে শুভ ভাই ভালো আছেন। শুভ ভাইয়ের জন্য সকলকে দোয়া করার অনুরোধ জানাচ্ছি।
তাসকিনের করা ইনিংসের ২৫তম ওভারে ঘটে দুর্ঘটনাটি। তাসকিনের গতিসম্পন্ন বাউন্সার আঘাত হানে বাঁহাতি ব্যাটসম্যান শুভর হেলমেটের ঠিক নিচে ঘাড়ের ডানপাশে। সঙ্গে সঙ্গে উইকেটে লুটিয়ে পড়েন তিনি। এরপর স্ট্রেচারে করে তাকে বাইরে নিয়ে আসা হয়। পরে তাকে নেয়া হয় হাসপাতালে। উইকেটের বাজে আচরণের কারণে দুর্ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে। অনেক চেষ্টার পরও নিজেকে তাসকিনের বাউন্সারের লাইন থেকে সরাতে পারেননি শুভ।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ১৮ জুন ২০১৬
এমআরপি
** শুভকে নিয়ে শঙ্কা নেই
** বলের আঘাতে আহত সোহরাওয়ার্দী শুভ