ঢাকা: অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন ছিলেন ডানহাতি লেগ স্পিনার। পাকিস্তানের ইয়াসির শাহও লেগ স্পিনার।
এক সাক্ষাৎকারে ইয়াসির বলেন, ‘আমি তার (ওয়ার্ন) ভিডিও দেখেছি। টেলিফোনেও তার সঙ্গে কথা বলেছি। কারণ ইংলিশ কন্ডিশনে তার মাঠের পারফরমেন্স ছিল অসাধারণ। আমি তার কাছ থেকে কিছু টিপস নেওয়ার আশা করছি। আর এমনটি হলে ইংল্যান্ডে দারুণ ফলাফল পাবো। ’
২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অজিদের বিপক্ষে টেস্টে ইয়াসিরের অভিষেক হয়। আর সেবার ক্লার্ক-স্মিথদের ২-০তে হোয়াইওয়াশ করার পেছনে দারুণ ভূমিকা রেখেছিলেন তিনি। এমনকি সে সময় অনেকে ওয়ার্নের সঙ্গেও তার তুলনা করেন।
২০১৫ সালে শারজায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সময় ইয়াসিরের সঙ্গে দেখা করেছিলেন ওয়ার্ন। আর ইয়াসিরের পারফর্ম দেখে বেশ প্রশংসাও করেন কিংবদন্তি এ তারকা।
ইয়াসির আরও জানান, ‘অমি জানি পাকিস্তান বেশ কয়েকজন তারকা লেগ স্পিনারের জন্ম দিয়েছে। তবে ওয়ার্নের ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ডই আমাকে অনুপ্রাণিত করেছে। আমি তার সঙ্গে আবারও দেখা করতে মুখিয়ে আছি। ’
ইয়াসির এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১২টি টেস্ট খেলেছেন। যেখানে ২.৯৯ ইকোনোমিতে ৭৬ উইকেট রয়েছে তার দখলে।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ১৯ জুন, ২০১৬
এমএমএস