ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবাহনী-দোলেশ্বর স্থগিত ম্যাচের সিদ্ধান্ত লিগ শেষে!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
আবাহনী-দোলেশ্বর স্থগিত ম্যাচের সিদ্ধান্ত লিগ শেষে! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: সূচি অনুযায়ী আগামী ২২ জুন শেষ হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৫-১৬ মৌসুম। সুপার লিগের পঞ্চম ও শেষ রাউন্ড মাঠে গড়াবে এদিন।

কিন্তু আবাহনী-দোলেশ্বর ম্যাচটি স্থগিত হয়ে থাকায় এদিন লিগের শিরোপা নির্ধারণ হওয়া খুব কঠিন। কারণ শিরোপার দৌড়ে আছে এ দুটি ক্লাবও।

 

স্থগিত সে ম্যাচটি নিয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল বিসিবির রোববারের বোর্ড মিটিংয়ে। সিদ্ধান্ত যা এলো তাতে শিরোপাজয়ী দলের নাম জানতে লিগ শেষেও অপেক্ষা করতে হতে পারে।

কেন ম্যাচটি স্থগিত হলো সেটি জানতে বিসিবি চার সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিতে আছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টেংকু, ডিসিপ্লিন্যারি কমিটি থেকে শেখ সোহেল, টেকনিক্যাল কমিটি থেকে আতাহার আলী খান ও বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের কাছে রিপোর্ট চেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ ব্যাপারে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা একটি  কমিটি করে দিয়েছি। মূল ঘটনা জানিয়ে তারা ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাঠাবেন। রিপোর্ট দেখে তারপর ওই ম্যাচ নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। ’

পয়েন্ট টেবিলের সমীকরণে গুরুত্বপূর্ণ আবাহনী-দোলেশ্বর স্থগিত ম্যাচটি। শিরোপা জয়ের রেসে আছে দল দুটি। যেখান থেকে ম্যাচটি শেষ হয়েছিল সেখান থেকে শুরু হলে দোলেশ্বরের ঝুঁলিতে যেতে পারে দুটি পয়েন্ট। বিকেএসপিতে আবাহনীর অধিনায়ক তামিম ইকবালের বাজে আচরণের কারণে আম্পায়াররা খেলা বন্ধ করার আগে ৪৫ ওভারে ১৯২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৭ ওভারে দুই উইকেট হারিয়ে ৫৯ রান তোলে দোলেশ্বর।

১২ জুন স্থগিত হওয়া ম্যাচ নিয়ে সিদ্ধান্ত লিগের পরে কেন সেটি স্পষ্ট নয় অনেকের কাছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ১৯ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।