ঢাকা: ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে তাসকিন আহমেদ ও আরাফাত সানি বিশ্বকাপের মাঝপথে নিষিদ্ধ হওয়ায় হাপিত্যেশ উঠেছিল দেশের ক্রিকেটাঙ্গনে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্মে থাকা দুই বোলারের অনুপস্থিতি ভুগিয়েছে বাংলাদেশ দলকে।
লিগের মাঝপথে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি গঠন করার কথা থাকলেও লিগের শেষে এসে গঠিত হলো কমিটিটি। রোববার (১৯ জুন) বিসিবির বোর্ড সভায় সাবেক চার ক্রিকেটারকে রেখে কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির প্রধান হিসেবে থাকবেন সাবেক ক্রিকেটার ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
কমিটিতে থাকা বাকি তিন সাবেক ক্রিকেটার হলেন-দীপু রায় চৌধুরী, ওমর খালেদ রুমি ও গোলাম ফারুক চৌধুরী সুরু।
প্রিমিয়ার লিগে বোলিং অ্যাকশনে আম্পায়ারদের সন্দেহের তালিকায় পড়েছেন ৮ বোলার। তাদের নিয়ে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে সেটির সিদ্ধান্ত নেবে কমিটি।
কমিটি গঠন প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘তারা খেলা দেখে বোলারদের অ্যাকশন দেখবেন। যেই অভিযোগ আসবে সেটা তারা নিজেরা দেখে আমাদেরকে জানাবেন। কিভাবে কাজ করা হবে তারা আমাদের সেগুলো বুঝিয়ে দিয়েছেন। আমরা সেটা অনুমোদন করেছি। আপাতত ৪ জনের নাম আছে। পরবর্তীতে টেকনিক্যাল কয়েকজনকে নিয়োগ দেওয়া হবে। ’
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ১৯ জুন ২০১৬
এসকে/এমআরপি