ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিলেট সুপারস্টারসের বিপক্ষে আইনানুগ ব্যবস্থা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
সিলেট সুপারস্টারসের বিপক্ষে আইনানুগ ব্যবস্থা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরে। ছয় মাস গড়িয়ে গেলেও তাদের খেলোয়াড়দের পাওনা পুরোপুরি পরিশোধ করেনি ফ্র্যাঞ্চাইজিটি।

এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব পাওনাও পরিশোধ করেনি তারা।

 

পাওনা আদায়ে এবার কঠোর অবস্থানে যাচ্ছে বিসিবি। বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে ব্রিফিংকালে এই তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, দ্রুত খেলোয়াড়দের এবং বিসিবির পাওনা পরিশোধ না করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। সিলেট সুপারস্টারসের প্রতি কঠোর সতর্কতা উচ্চারণ করে পাপন বলেন, এর জন্য যতো কঠোরই হতে হয়, বিসিবি তত কঠোর হবে।

বিপিএল শুরুর আগে ফ্র্যাঞ্চাইটির কাছ থেকে জমা নেয়া ব্যাংক গ্যারান্টি প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘ব্যাংক গ্যারান্টি যেটা ছিল সেটা যখন আমরা ক্যাশ করাতে পাঠিয়েছি তখন পাইনি। তাদের বিরুদ্ধে লিগ্যালি যা করা দরকার সেটা আমরা করবো। তিন-চার কোটি টাকার মতো পাব আমরা। ওরা একটা জটিলতা সৃষ্টি করেছে। আমরা এই বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ১৯ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।