ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলিংয়ে অবৈধই রইলেন লঙ্কান এরাঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুন ২০, ২০১৬
বোলিংয়ে অবৈধই রইলেন লঙ্কান এরাঙ্গা শামিন্দা এরাঙ্গা-ছবি:সংগৃহীত

ঢাকা: অবৈধ বোলিং অ্যাকশন প্রশাণ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার শামিন্দা এরাঙ্গা। একই দিন ডানহাতি এ বোলার হার্টের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত মে’তে ইংল্যান্ডের বিপক্ষে চেস্টার-লি-স্ট্রিটে দ্বিতীয় টেস্টে আম্পায়ররা এরাঙ্গার বোলিংয়ে ত্রুটি খুজে পান। পরে লুগবার্গে ৬ জুন বোলিং পরিক্ষা দেন তিনি। যেখানে তার বোলিংয়ে ১৫ ডিগ্রির বেশি হাত বাঁকানো প্রমাণ হয়।

এরাঙ্গা আইসিসির নির্ধারিত পরীক্ষাগারে নিজের বোলিং শুধরে তবেই আবার ক্রিকেটে ফিরতে পারবেন।

এদিকে এরাঙ্গা অবৈধ ঘোষণা হওয়ায় বিপাকে লঙ্কান দল। কারণ ইংল্যান্ডে টেস্ট চলাকালীন ধামিকা প্রশাদ ও দাশমানাথা চামিরা ইনজুরিতে পড়েছিলেন। আর বর্তমানে দলের সেরা তিন পেসারই নেই। এরই মাঝে আগামী ২১ জুন ইংলিশদের বিপক্ষে শুরু হচ্ছে ওয়াডে সিরিজ।

এরাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটে অবৈধ হলেও, যদি লঙ্কান বোর্ড অনুমতি দেয় তবে তিনি ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ২০ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।