বিকেএসপি থেকে: প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের ম্যাচ দেখতে এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রিয় দলটির খেলা দেখতে এবার বিকেএসপিতে ছুটে এলেন তিনি।
বিকেএসপিতে আবাহনীর ম্যাচ মানেই বিতর্ক। এর আগে লিগপর্বে আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচে আবাহনীর পক্ষে দুটি বিতর্কিত সিদ্ধান্ত দেন আম্পায়াররা। এরপর সুপার লিগে আবার মুখোমুখি হয় দল দুটি। একটি স্ট্যাম্পিংয়ের আবেদন নাকচ করায় আম্পায়ারদের সঙ্গে বাজে আচরণ করেন আবাহনী অধিনায়ক তামিম ইকবাল। এরপর ম্যাচটা স্থগিত করে দেন আম্পায়াররা। কেন স্থগিত হলো সেটি জানতে বিসিবি চার সদস্যের কমিটি গঠন করেছে। আগামী দুই দিনের মধ্যে বিসিবি সভাপতির কাছে স্থগিত ম্যাচ নিয়ে রিপোর্ট দেবে কমিটি।
আবাহনীর ম্যাচকে ঘিরে বিতর্কের কথা জানেন বোর্ড সভাপতিও। তাইতো আবাহনীর ম্যাচে আসলে কি হয় সেটি স্বচক্ষে দেখতে বিকেএসপিতে চলে এলেন আবাহনী ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ২০ জুন ২০১৬
এসকে/এমআরপি