ঢাকা: আগামী মাসেই বহুল অপেক্ষিত লর্ডস টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটে মোহাম্মদ আমিরের প্রত্যাবর্তন হবে। আসন্ন ইংল্যান্ড সফরে চাপ উপশম করতে পাকিস্তান টিম আমিরকে নিজেদের ‘ছোট ভাইয়ের’ মতো করেই আচরণ করবে বলে জানিয়েছেন ওয়াহাব রিয়াজ।
প্রায় ছয় বছর আগে লর্ডসে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আমির। গত সপ্তাহে বলেছিলেন, দীর্ঘ ছয় বছর পর টেস্ট ক্যারিয়ার ফিরে পাওয়ায় নিজেকে তিনি ব্যাপক ভাগ্যবান মনে করছেন।
২০১০ সালের ম্যাচটিতে ওয়াহাবও ছিলেন। ওই সিরিজেই তার টেস্ট অভিষেক হয়েছিল। ইংলিশদের বিপক্ষে এবারের সিরিজে আমির দুর্দান্ত পারফরম্যান্স করবে বলেই বিশ্বাস ওয়াহাবের, ‘অবশ্যই সে অনেক সংগ্রাম করেছে। বিগত পাঁচ বছরে সে অনেক কিছুই শিখেছে। সে এখন আরো বেশি পরিণত এবং পারফরম্যান্স দিয়েই সবাইকে উত্তর দিতে চায়। ’
‘টিম হিসেবে আমরা আমিরকে সমর্থন দিতে প্রস্তুত। আমরা সবাই সবসময় তার পাশেই থাকবো। সে আমাদের পরিবারের অংশ। সে আমাদের পরিবারের কনিষ্ঠ সদস্য, আমাদের ছোট ভাইয়ের মতো। আমরা তার সেরাটা বের করে আনবো। কারণ বল হাতে তার কতটা সামর্থ্য রয়েছে তা আমরা জানি। আমাদের সমর্থন ও আল্লাহর সাহায্যে সে খুবই ভালো পারফর্ম করবে এবং পাকিস্তান এই সফরে সত্যিই ভালো করবে। ’-যোগ করেন ওয়াহাব।
আগামী ১৪ জুলাই চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজ শেষে পাঁচটি ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এমআরএম