ঢাকা: শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। শেষ বলে ৭।
লঙ্কানদের ছুঁড়ে দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩০ রানের মধ্যেই চার উইকেট হারায় ইংলিশরা। তবে জস বাটলার ও ক্রিস উকসের ব্যাটে ভর করে আট উইকেট হারিয়ে জয়ের দ্বারপ্রান্তেই পৌঁছে গিয়েছিল স্বাগতিকরা।
সাত রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন বাটলার। ৯৫ রানে অপরাজিত থাকলেও দলের জয় এনে দিতে পারেননি উকস। অধিনায়ক ইয়ন মরগানের ব্যাট থেকে আসে ৪৩। শেষদিকে ১১ বলে ২২ রানের ঝড়ো ইনিংস উপহার দেন প্লাঙ্কেট।
সুরাঙ্গা লাকমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও নুয়ান প্রদীপ দু’টি করে উইকেট লাভ করেন। একটি করে নেন পারভেজ মাহরুফ ও সিকুজি প্রসন্ন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ম্যাথিউস (৭৩)। প্রসন্ন ৫৯, দিনেশ চান্দিমাল ৩৭, কুশল পেরেরা ২৪, কুশল মেন্ডিস ১৭, দাসুন শানাকা ২০ রান করে আউট হন। মাহরুফ ৩১ রানে অপরাজিত থাকেন। দলীয় সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৮৬।
ইংলিশদের হয়ে দু’টি করে উইকেট নেন উকস, ডেভিড উইলি ও প্লাঙ্কেট। মঈন আলী একটি উইকেট লাভ করেন। শানাকার পর রান আউট হয়ে মাঠ ছাড়েন লাকমাল (৭)।
শুক্রবার (২৪ জুন) বার্মিংহামে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এমআরএম