বিকেএসপি: ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শেষ ম্যাচে লিজেন্ড অব রুপগঞ্জকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থান নিয়ে এবারের মৌসুম শেষ করেছে প্রাইম দোলেশ্বর। রুপগঞ্জের দেয়া ১৪৩ রানের লক্ষ্য দলটি টপকে গেছে মাত্র ৩ উইকেটের খরচায়।
ফলে নিজ দলের এমন জয়ে স্বতস্ফুর্ত এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের খেতাব জেতা টাইগার পেসার আল-আমিন হোসেন। তবে তার এই স্বতস্ফুর্তার মাত্রা আরও বেড়ে যাবে যদি আবাহনীর সঙ্গে স্থগিত হওয়া ম্যাচটি জিতে চ্যাম্পিয়ন হতে পারেন।
বুধবার (২২ জুন) বিকেএসপির তিন নম্বর মাঠে ম্যাচ পরবর্তী গণমাধ্যমের সামনে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ভালো একটি মৌসুম শেষ করলাম। স্থগিত হওয়া ম্যাচটি অনুষ্ঠিত হলে আমাদের চ্যাম্পিয়ন হবার সুযোগ থাকবে। আর সেটা করতে পারলে আরও ভালো লাগবে।
বল হাতে ঢাকা প্রিমিয়ার লিগের এবারে মৌসুমে বেশ উজ্জ্বল ছিলেন আল-আমিন হোসেন। ১৫ ম্যাচে এই দোলেশ্বর পেসার তুলে নিয়েছেন ২৫টি উইকেট। তবে পুরো টুর্নামেন্টে তিনি আরও ৫ থেকে ৭ টি উইকেট পেতে পারতেন বলেও দাবী করলেন।
দোলেশ্বরের বোলিং তোপে এদিনে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে গেছে এবারের মৌসুমের অন্যতম শিরোপা প্রত্যাশী দল লিজেন্ড অব রুপগঞ্জ।
বিষয়টিতে ভক্ত সমর্থকেরা অবাক হলেও একেবারেই অবাক হননি আল-আমিন। ব্যাপারটি তিনি দেখছেন স্বাভাবিক ভাবেই। ‘প্রথম ২টি উইকেট ফেলে দেয়ার পর আমরা চেস্টা করছিলাম কত কম রানে অলআউট করা যায়। আমরা সেটা পেরেছি। ’
এদিকে বল হাতে এদিন রুপজঞ্জ শিবিরে প্রথম আঘাতটি হেনেছিলেন আল-আমিন নিজেই। ব্যক্তিগত ৬ রানে ওপেনার মিজানুর রহমান ও ১৪ রানে সৌম্য সরকার এবং ১৬ রানে মিডল অর্ডারে ভারত অলরাউন্ডার পবন নেগিকে ফিরিয়ে দিয়ে মূলত তিনিই রুপগঞ্জকে এত স্বল্প সংগ্রহে গুটিয়ে দেয়ার মুল কাজটি করে দিয়েছিলেন।
রুপগঞ্জের এই তিন ব্যাটসম্যানকে প্যাভিলিওনে ফেরত পাঠাতে সঠিক জায়গায় বল করাকে তিনি সফলতার কারণ হিসেবে মনে করেন। ‘আসলে ওরাই ভুল করেছে। ওদের শট সিলেকশন ভুল ছিল তাই আউট হয়েছে। তবে আমি চেস্টা করেছি ভাল জায়গায় বল করতে। ’
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ২২ জুন, ২০১৬
এইচএল/এমএমএস