ঢাকা: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবারের আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠ মাতাবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে অংশ নিতে আগামী ২৬ জুন দেশ ছাড়বেন তিনি।
এর আগে সিপিএলের খেলোয়াড় ড্রাফটে ১ লাখ ১০ হাজার ডলারের বিনিময়ে সাকিবকে দলে ভেড়ায় জ্যামাইকা। ২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে সাকিব খেলেছিলেন বারবাডোজের ট্রাইডেন্টসের হয়ে। তবে, পরেরবার বোর্ডের অনুমতি পাওয়া নিয়ে ঝামেলা থাকায় খেলতে পারেননি তিনি।
জ্যামাইকার দলে সাকিবদের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল, লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা, পেসার লাসিথ মালিঙ্গা, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন।
জ্যামাইকা তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ সময় অনুযায়ী ২ জুলাই। প্রতিপক্ষ হিসেবে থাকছে সেন্ট কিটস।
এবারের জ্যামাইকা তালাওয়াসের গ্রুপপর্বের খেলার সময় সূচি:
১/ ০২ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম সেন্ট কিটস- রাত ১০টা
২/ ০৫ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম ত্রিনিবাগো নাইট রাইডার্স- ভোর ৫টা
৩/ ০৮ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ভোর ৫টা
৪/ ১২ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম বার্বাডোস ট্রাইডেন্টস- ভোর ৬টা
৫/ ১৬ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ভোর ৬টা
৬/ ১৭ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম সেন্ট কিটস- ভোর ৪টা
৭/ ১৯ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম ত্রিনিবাগো নাইট রাইডার্স- ভোর ৬টা
৮/ ২১ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম বার্বাডোস ট্রাইডেন্টস- ভোর ৬টা
৯/ ৩০ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম সেন্ট লুসিয়া জুকস- রাত ১০টা
১০/ ১ আগস্ট, ২০১৬- জ্যামাইকা বনাম সেন্ট লুসিয়া জুকস- রাত ২টা
উল্লেখ্য, উপরের সকল তারিখ ও সময় বাংলাদেশ সময় অনুযায়ী।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ২৩ জুন, ২০১৬
এমএমএস