ঢাকা: অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন ভারতীয় দলপতি মহেন্দ্র সিং ধোনি। পন্টিং জাতীয় দলের হয়ে সব ফরম্যাট মিলিয়ে অজিদের ৩২৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন।
বুধবার (২২ জুন) তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০তে জিম্বাবুয়েকে তিন রানে হারায় ভারত। ফলে স্বাগতিকদের ওয়ানডেতে ৩-০তে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টিও জিতে নেয় ২-১ এ।
ধোনি ২০০৭ সালে ভারতের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন। তিনি এখন পর্যন্ত ৬০টি টেস্ট, ১৯৪টি ওয়ানডে ও ৭০টি টি-২০তে জাতীয় দলকে নেতৃত্ব দেন।
৩৪ বছর বয়সী এ তারকা ভারতের এখন পর্যন্ত সবচেয়ে সফল অধিনায়ক। তার অধীনে টিম ইন্ডিয়া ২৭ টেস্ট, ১০৭ ওয়ানডে ও ৪০টি টি-২০তে জয় পেয়েছে।
নয় বছরের ক্যারিয়ারে ধোনি ভারতকে সম্ভাব্য সব শিরোপাই জিতিয়েছেন। তার অধীনে দলটি ২০০৭ টি-২০ বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি জেতে। এছাড়া টেস্ট ৠাংকিংয়ের শীর্ষে উঠেছিল ভারত।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ২৩ জুন, ২০১৬
এমএমএস