ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পন্টিংকে টপকে যাওয়ার অপেক্ষা ধোনির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
পন্টিংকে টপকে যাওয়ার অপেক্ষা ধোনির ছবি:সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন ভারতীয় দলপতি মহেন্দ্র সিং ধোনি। পন্টিং জাতীয় দলের হয়ে সব ফরম্যাট মিলিয়ে অজিদের ৩২৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন।

আর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ধোনিও সমান ম্যাচে অধিনায়কত্ব করেন।

 

বুধবার (২২ জুন) তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০তে জিম্বাবুয়েকে তিন রানে হারায় ভারত। ফলে স্বাগতিকদের ওয়ানডেতে ৩-০তে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টিও জিতে নেয় ২-১ এ।

ধোনি ২০০৭ সালে ভারতের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন। তিনি এখন পর্যন্ত ৬০টি টেস্ট, ১৯৪টি ওয়ানডে ও ৭০টি টি-২০তে জাতীয় দলকে নেতৃত্ব দেন।

৩৪ বছর বয়সী এ তারকা ভারতের এখন পর্যন্ত সবচেয়ে সফল অধিনায়ক। তার অধীনে টিম ইন্ডিয়া ২৭ টেস্ট, ১০৭ ওয়ানডে ও ৪০টি টি-২০তে জয় পেয়েছে।

নয় বছরের ক্যারিয়ারে ধোনি ভারতকে সম্ভাব্য সব শিরোপাই জিতিয়েছেন। তার অধীনে দলটি ২০০৭ টি-২০ বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি জেতে। এছাড়া টেস্ট ৠাংকিংয়ের শীর্ষে উঠেছিল ভারত।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ২৩ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।