ঢাকা: দু’বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্লাইভ লয়েডকে আর ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান পদে দেখা যাবে না। তার জায়গায় দায়িত্ব নিয়েছেন সাবেক উইকেটরক্ষক কোর্টনি ব্রাউন।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। কিন্তু লয়েড স্বেচ্ছাই দায়িত্ব ছেড়েছেন নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছে তা ঘোষণা করেনি ডব্লিউআইসিবি। ২০১৪ সালের আগস্টে তিনি ক্যারিবীয়দের নির্বাচক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
ও. ইন্ডিজের হয়ে ২০টি টেস্ট ও ৪৬টি ওয়ানডে খেলেছেন ৪৫ বছর বয়সী কোর্টনি ব্রাউন। নির্বাচক প্যানেলে তিনি প্রায় ছয় বছর ধরে আছেন। এবার দু’বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
লয়েডকে অবশ্য অন্য ভূমিকায় দেখা যাবে। ক্যারিবীয় বোর্ড নিশ্চিত করে, আগামী ১ অক্টোবর থেকে বিশেষ দূত হিসেবে তিনি বিশেষ ইভেন্টে বোর্ডের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
এমআরএম