ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেপ্টেম্বরে সাকিব-মুস্তাফিজদের ‘মিনি আইপিএল’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
সেপ্টেম্বরে সাকিব-মুস্তাফিজদের ‘মিনি আইপিএল’ ছবি: সংগৃহীত

ঢাকা: এক বছরে দুইবার আইপিএ‍লের আসর দেখা যেতে পারে বলে বাতাসে যে খবর ভেসে বেড়াচ্ছিল, সেটিই এবার বাস্তবে রূপ নেওয়ার পালা। ক্রিকেটের রমরমা বাণিজ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই চাইছে চলতি বছরের সেপ্টেম্বরে ‘মিনি আইপিএল’ এর আয়োজন করতে।

তাতে হয়তো আবারো আইপিএলের মাঠ মাতাতে যাবেন সাকিব, মুস্তাফিজরা।

ফলে, টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে আরও একটি নতুন পদক্ষেপ নিল বিসিসিআই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে আয়োজিত হবে ‘মিনি আইপিএল’। ধর্মশালায় বিসিসিআইয়ের কার্যকরী কমিটির সদস্যরা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, আইসিসি ক্রিকেটকে ছড়িয়ে দিতে প্রতি বছরের সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের আয়োজন করতো। তবে, ব্যবসায়িকভাবে অলাভজনক হওয়ায় গত দুই বছর ধরে এই টুর্নামেন্ট বন্ধ রয়েছে।

বিসিসিআইয়ের সভাপতি অনুরাগ ঠাকুর জানান, ক্রিকেটপ্রেমীদের জন্য ‘মিনি আইপিএল’ এর আয়োজন করা হলে সেটি লাভজনক হবে। যে দেশে ভারতীয়রা ক্রিকেটকে বিনোদন হিসেবে পেতে চায় সে দেশেও এই আয়োজন হতে পারে। এ বছরের সেপ্টেম্বরে বিসিসিআই মিনি আইপিএল আয়োজন করবে। আইপিএলে যে আটটি দল খেলে, সেই আটটি দলের সবাইকেই খেলতে দেখা যাবে এই প্রতিযোগিতায়। তবে, আইপিএলের মতো এই প্রতিযোগিতা হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে হবে না। ছোট ফরমেটে দুই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে টুর্নামেন্টটি।

ক্রিকেটের বিশ্বায়নে আইসিসি চাইছে সেপ্টেম্বর মাসে একটা টুর্নামেন্ট আয়োজন করতে। এদিকে, বিসিসিআই-ও চাইছিল ‘মিনি আইপিএল’ আয়োজন করতে। তাই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আর ভারতীয় ক্রিকেট বোর্ডের আলোচনায় বৈশ্বিক কোনো টুর্নামেন্ট মাঠে গড়ালে সেটি যে অর্থনৈতিক সাফল্য ধরে রাখবে তা আর বলার অপেক্ষা রাখে না। আর সে দিকটি বিবেচনা করে ক্রিকেটের ফাঁকা মাস হিসেবে সেপ্টেম্বরেই মাঠে গড়াতে যাচ্ছে ‘মিনি আইপিএল’।

তবে, এই ‘মিনি আইপিএল’ কবে থেকে শুরু হয়ে কবে শেষ হবে, সেসব নিয়ে কিছুই জানায়নি বিসিসিআই। ওয়ার্কিং কমিটিং মিটিংয়ে জানানো হয় খুব শিগগিরই সেগুলো নিয়ে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২৪ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।