ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনিশ্চয়তার মুখে চ্যাম্পিয়নস ট্রফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
অনিশ্চয়তার মুখে চ্যাম্পিয়নস ট্রফি ছবি:সংগৃহীত

ঢাকা: আইসিসি মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আবারও আশঙ্কা তৈরি হয়েছে। ২০২১ সালে আসরটি বসার কথা ভারতের মাটিতে।

কিন্তু ২০২১’র চ্যাম্পিয়নস ট্রফি দিনের আলো দেখতে নাও পারে।

 

কারণ এই টুর্নামেন্টটাই উঠে যেতে পারে। আগামী বছর ইংল্যান্ডে হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি। তবে  যা শোনা যাচ্ছে তাতে ইংল্যান্ডে আট দলের অংশগ্রহনে আসরটি হওয়ার পরেই তা বিলুপ্ত হয়ে যেতে পারে। কারণটা আর কিছুই নয়। ২০১৯ থেকে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার ওয়ানডে লিগ চালু করার ভাবনা-চিন্তা রয়েছে।

বিষয়টি যদিও চূড়ান্ত নয়। এর আগে ২০১৩ সালেও চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ব্যবসায়িক সাফল্য আইসিসিকে দ্বিতীয়বার ভাবতে বসায়। এবার ওয়ানডে লিগের জন্য বাতিল হলেও হতে পারে চ্যাম্পিয়নস ট্রফি।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ২৬ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।