ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১০ বছরে প্লাঙ্কেটের ৫০ উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
১০ বছরে প্লাঙ্কেটের ৫০ উইকেট ছবি:সংগৃহীত

ঢাকা: বৃষ্টিতে ভেসে গেছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টি। ফলে সিরিজে ১-০তেই এগিয়ে স্বাগতিক ইংলিশরা।

আর এ ম্যাচের মধ্যেদিয়ে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ছোট একটি মাইলফলক স্পর্শ করেন ইংল্যান্ডের ফাস্ট বোলার লিয়াম প্লাঙ্কেট। ওয়ানডে ক্যারিয়ারে ৫০ উইকেট পেয়েছেন এ ডানহাতি।

 

ব্রিস্টলে আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে নয় উইকেটের বিনিময়ে ২৪৮ রান করে লঙ্কানরা। ইংলিশদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান প্লাঙ্কেট। তিনি পেরেরা, মেন্ডিস ও প্রসন্নার উইকেটি নিয়ে ক্যারিয়ারের ৫০তম উইকেট লাভ করেন।

২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ৩১ বছর বয়সী প্লাঙ্কেটের অভিষেক হয়। করাচিতে প্রথম ম্যাচেই তিনি মোহাম্মদ ইউসুফের উইকেট লাভ করেন। তবে ক্যারিয়ারের ১০ বছরের বেশি সময় হলেও এখন পর্যন্ত ৫০ উইকেটে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে।

প্লাঙ্কেটের ক্যারিয়ারে কখনও বাজে ফর্ম, কখনওবা ইনজুরি তাকে দল থেকে বাইরে রাখে। তাই ওয়ানডেতে এখন পর্যন্ত তার ম্যাচ খেলা হয়েছে মাত্র ৩৭টি। তবে, এখন থেকে দলে নিয়মিত থাকার ব্যাপারে তিনি আশাবাদী।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ২৭ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।