ঢাকা: ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরে সফর করবে নিউজিল্যান্ড। আর এই সিরিজের ভেন্যু আগে ঠিক করা হলেও এবার দিনক্ষণ ঘোষণা করলো বিসিসিআই।
ভারত সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে কিউইরা। যেখানে ২২ সেপ্টম্বর কানপুরো প্রথম টেস্ট খেলতে নামবে দু’দল। আর একই মাসের ৩০ তারিখ দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ইন্দোরের নতুন টেস্ট ভেন্যুতে। কলকাতার ইডেন গার্ডেনসে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
১৬ অক্টোবর ধর্মশালায় প্রথম ওয়ানডেতে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ১৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচ। একই মাসের ২৩, ২৬ ও ২৯ তারিখ শেষ তিনটি ম্যাচ হবে যথাক্রমে মোহালি, রাঁচি ও ভিশাখাপত্তমে।
২০১৬-১৭ মৌসুমে ভারতের ক্রিকেট ক্যালেন্ডারে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সঙ্গে চতুর্থ দল হিসেবে ঘরের মাঠে খেলবে নিউজিল্যান্ড। এ সময় ভারতীয়রা ১৩টি টেস্ট, আটটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ১৯৭৯-৮০ সালের পর এই প্রথম ঘরের মাঠে ১৩টি টেস্ট খেলতে যাচ্ছে দলটি।
কিউইরা এর আগে ২০১২ সালে ভারত সফর করেছিলো। সেবার তারা দুটি টেস্ট ও সমান টি-২০ খেলেছিলো। সাদা পোশাকে হোয়াইটওয়াশ হলেও টি-২০তে ১-০তে জিতেছিলো তারা।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ২৮ জুন, ২০১৬
এমএমএস