ঢাকা: আর্জেন্টিনার হয়ে তিন বছরে তিনবার কোনো মেজর শিরোপার ফাইনালে উঠেও ট্রফি ছোঁয়া হয়নি দেশটির সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির। সবশেষ কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হেরে নিজের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টানার কথা জানান বার্সেলোনার প্রাণভোমরা মেসি।
গাঙ্গুলির সাথে সাথে মেসির এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি টিম ইন্ডিয়ার বর্তমান তারকা সুরেশ রায়না, শিখর ধাওয়ানরা। এছাড়াও বিস্মিত হয়েছেন ভারতের ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সাবেক ফুটবল দলপতি বাইচুং ভুটিয়া।
২৯ বছরে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চাওয়া মেসি প্রসঙ্গে গাঙ্গুলি জানান, ‘আর্জেন্টিনার হয়ে বারবার শিরোপার কাছে গিয়ে তা হারানোর দুঃখ থেকে মেসি অবসরের কথা বলেছেন। তার এই সিদ্ধান্তে আমি অবাক হয়েছি। আমার মনে হয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের উচিৎ তার সাথে কথা বলা। আশা করি মেসি ২০১৮ বিশ্বকাপে খেলবে। ’
সুরেশ রায়না জানান, ‘ফুটবল প্রেমীদের জন্য একটি দুঃখের দিন। আমরা সকলে তোমাকে মিস করব মেসি। ’
ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান জানান, ‘মেসিকে অভিনন্দন!! নতুন প্রজন্মের জন্য আপনি অনুপ্রেরণা হয়েই থাকবেন। ’
এদিকে, ধারাভাষ্যকার হার্শা ভোগলে জানান, ‘এটা বিস্ময়কর। তুমি (মেসি) সব পেয়েছো এবং তোমার জীবনে আরও কিছু পাওয়ার বাকি আছে। ’ ভারতের ফুটবল দলের সাবেক দলপতি বাইচুং ভুটিয়া জানান, ‘মেসি, তুমি চ্যাম্পিয়ন ফুটবলার। তুমি এতো সহজে সব কিছু সহজে নিয়ো না। আমরা তোমাকে এতো দ্রুত অবসরে দেখতে চাইনা। আশা করি তুমি তোমার সিদ্ধান্ত বদলে ফেলার জন্য আবারো ভাববে। ’
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২৮ জুন ২০১৬
এমআরপি