ঢাকা: প্রিমিয়ার লিগে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) হয়ে খেলা মোহাম্মদ সাইফুদ্দিন পাওনা টাকার আশা ছেড়ে গ্রামের বাড়ি ফেনীতে চলে গিয়েছিলেন সপ্তাহখানেক আগে। গতকাল সিসিএসের আরেক ক্রিকেটার পিনাক ঘোষের মাধ্যমে খবর পান, ক্লাবগুলোর কাছে বকেয়া থাকা পাওনার ৩০ শতাংশ প্রথম ধাপে পরিশোধ করছে বিসিবি।
স্বস্তি নেমে আসে সাইফুদ্দিনের মনে। পাওনার ৩০ শতাংশ নিতে গতকাল রাতেই রওয়ানা দেন ঢাকার উদ্দেশ্যে।
বুধবার (২৯ জুন) মিরপুরে এসে বিসিবির হিসাব বিভাগ থেকে চেক নিয়েছেন সাইফুদ্দিন। কলাবাগান ক্রিকেট একাডেমির ক্রিকেটার মেহেদি হাসান মিরাজও আজ পাওনার ৩০ শতাংশ চেকের মাধ্যমে নিয়েছেন।
অথচ প্রিমিয়ার লিগে দুটি ক্লাবের অবনমন নিশ্চিত হওয়ার পরই টাকার আশা ছেড়ে দিয়েছিলেন ক্রিকেটাররা। ৩০ শতাংশ পেয়ে যারপরনাই খুশি অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, ‘টাকার আশা তো ছেড়েই দিয়েছিলাম। যখন বিসিবি বলেছে দেবে তখন একটা আশা তৈরী হয়। অবশেষে ঈদের আগেই ৩০ শতাংশ পেলাম তাই খুব ভালো লাগছে। বিসিবিকে ধন্যবাদ। ’
ক্লাব কর্তৃপক্ষ একাডেমির ক্রিকেটারদের পাওনার ৩০ শতাংশ পরিশোধ করেছিল। বিসিবির কাছ থেকে পেল আরও ৩০ শতাংশ। বাকি ৪০ শতাংশ টাকা পেয়ে যাবেন বলেও আশা করেছেন ক্রিকেটাররা। সিসিএস পেয়েছিল মোট পাওনার ১০ শতাংশ। তারা পেল ৩০ শতাংশ। তাদের পাওনা অর্ধেকেরও বেশি (৬০ শতাংশ) এখনো বাকি। তারপরও খুশি সাইফুদ্দিন, ঈদটা মাটি হতে বসেছিল। যাই পেয়েছি কোনোরকমে ঈদটা করা যাবে। ’
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ২৯ জুন, ২০১৬
এসকে/এমএমএস