ঢাকা: স্যার ডন ব্র্যাডম্যান, শচীন টেন্ডুলকার, গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস, কপিল দেব, কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালস, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, মুরালিধরন, ইমরান খান-ক্রিকেট ইতিহাসের এই কিংবদন্তিরা সর্বকালের সেরা একাদশে জায়গা পাননি। ইংল্যান্ডের ওয়ানডে দলপতি ইয়ন মর্গান সাজিয়েছেন এই একাদশটি।
একাদশ নির্বাচনে মর্গান সমসাময়িক ক্রিকেটারদের প্রাধান্য দিতে গিয়েছেন বলেই হয়তো বাদ পড়েছেন কিংবদন্তি ক্রিকেটাররা। তবে, মর্গানের একাদশে মাহেলা জয়াবর্ধনে-মুত্তিয়া মুরালিধরন-টেন্ডুলকাররা তার প্রজন্মের হলেও না থাকায় বেশ সমালোচনা চলছে। তার একাদশে কোনো পাকিস্তানি ক্রিকেটারও নেই।
ক্রিকেটের তীর্থ খ্যাত লর্ডসের টুইটার পেজের জন্য বানানো হয় সর্বকালের সেরা একাদশটি। ইংলিশ ওয়ানডে দলপতির এই একাদশে অধিনায়ক হিসেবে রয়েছেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে কম বয়সে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ইংলিশ দলপতি অ্যালিস্টার কুক।
আর উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট, পাকিস্তানের মঈন খান আর দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার না থাকলেও রয়েছেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। তবে, মর্গানের একাদশে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই সাঙ্গাকে রাখা হয়েছে। উইকেটের পেছনের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের মহেন্দ্র সিং ধোনিকে।
এছাড়া, মর্গানের দলে ব্যাটসম্যান হিসেবে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকান এডিবি ভিলিয়ার্সরা।
আর বোলারদের মাঝে রয়েছেন ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে, ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন, প্রোটিয়া পেসার ডেল স্টেইন আর অজি তারকা মিচেল জনসন।
মর্গানের সর্বকালের সেরা একাদশ:
অ্যালিস্টার কুক (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, ব্রায়ান লারা, এবিডি ভিলিয়ার্স, কুমার সাঙ্গাকারা, অনিল কুম্বলে, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন এবং মিচেল জনসন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ৩০ জুন ২০১৬
এমআরপি