ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চাকরি পেলেন টাইগারদের সাবেক বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
চাকরি পেলেন টাইগারদের সাবেক বোলিং কোচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক ভারতের উত্তর প্রদেশের গৌরহরি সিংহানিয়া ক্রিকেট একাডেমির পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন। মাইসোরে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ইউপিসিএ) কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজ্যের তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে কাজ করবেন স্ট্রিক। জিম্বাবুয়ের তারকা এই ক্রিকেটার প্রসঙ্গে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ইউপিসিএ) সেক্রেটারি রাজীব শুক্লা জানান, হিথ স্ট্রিককে একাডেমির পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, ভেঙ্কটেশ প্রসাদের বদলি হিসেবে রঞ্জি ট্রফির দল উত্তর প্রদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক টেস্ট অলরাউন্ডার মনোজ প্রভাকরকে।

গত আইপিএলে গুজরাট লায়ন্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন স্ট্রিক। ভারতে থাকা অবস্থায় বিসিবিকে একটি ই-মেইলের মাধ্যমে তিনি চুক্তির মেয়াদ বাড়াবেন না বলে জানিয়ে দেন।

সে সময় ভারতীয় সংবাদমাধ্যম গুলো জানায়, দেশটির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বোলিং কোচের চাকরির জন্য আবেদন করেছেন স্ট্রিক।

২০১৪ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নেন স্ট্রিক। গত মে মাসেই তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। দুই বছরে মোট ৪৫০ দিন কাজ করার চুক্তিতে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন এই জিম্বাবুইয়ান।

এদিকে, বাংলাদেশের বোলিং কোচ হিসেবে স্ট্রিকের স্থলাভিষিক্ত কে হবেন তা এখনও জানা যায়নি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান শনিবার (১৬ জুলাই) জানিয়েছেন, ‘বোলিং কোচ প্রায় নিশ্চিত হয়ে গেছে। কে হচ্ছেন নতুন বোলিং কোচ তা শিগগিরই জানানো হবে। আমাদের বোর্ড সভাপতি বিষয়টি নিজেই তদারকি করছেন। আশা করছি ২-৩ দিনের মধ্যেই নিশ্চিত হয়ে যাবে। ’

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।