ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোববার শুরু এইচপি ক্যাম্প

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
রোববার শুরু এইচপি ক্যাম্প

ঢাকা: জাতীয় দলের পাইপলাইন বড় করার কথা চিন্তা থেকে উদীয়মান ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করার লক্ষ্যে আগামীকাল থেকে (রোববার) মিরপুরে শুরু হচ্ছে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্প।

 

সকাল সাড়ে ৮টায় মিটিং শেষে ৯টায় মাঠে নামবেন ক্রিকেটাররা।

প্রথম সেশনে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে কার্যক্রম। দুপুরের খাবারের বিরতির পর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় সেশন। দ্বিতীয় সেশনে নেয়া হবে ক্রিকেটারেদের বিপ টেস্ট।

৯ সপ্তাহের ক্যাম্পে অংশ নিতে শনিবার (১৬ জুলাই) বিকেলে মিরপুরের একাডেমি ভবনে এইচপির স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ কোরে বুকিংয়ের কাছে রিপোর্ট করেছেন ক্যাম্পে ডাক পাওয়া ২৫ ক্রিকেটার।

এইচপি’র ক্রিকেটারদের ক্যাম্প শুরু হচ্ছে প্রধান কোচ সিমন হেলমটকে ছাড়াই। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিবাগো নাইট রাইডার্সের সঙ্গে চুক্তি থাকায় এ মাসে ফিরতে পারছেন না এ অস্ট্রেলিয়ান। আগস্টের প্রথম সপ্তাহ থেকে তাকে পাওয়া যাবে বলে আশা করছে বিসিবি।    

বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিমের তত্ত্বাবধানে পরিচালিত হবে ক্যাম্প। নিয়োগ দেয়া হয়েছে পাঁচজন দেশিয় কোচ।

স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে তিনজন টপঅর্ডার ব্যাটসম্যান, ছয়জন মিডলঅর্ডার ব্যাটসম্যান, তিনজন অলরাউন্ডার, চারজন স্পিনার, সাতজন পেসার ও দুইজন উইকেটরক্ষক-ব্যাটসম্যান রয়েছেন।

এইচপি ক্যাম্পের স্কোয়াড:
টপঅর্ডার: সাদমান ইসলাম, মেহেদী হাসান মারুফ, আব্দুল মজিদ।
অলরাউন্ডার: মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আলাউদ্দিন বাবু।
মিডলঅর্ডার: মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত,  আল-আমিন, তাসামুল হক, সালমান হোসেন ইমন।
স্পিনার: সানজামুল ইসলাম, নূর হোসেন মুন্না, তানভীর হায়দার খান, সাকলায়েন সজীব।
পেসার: আশিকুজ্জামান, মেহেদী হাসান রানা, শুভাসিষ রায়, নূর আলম সাদ্দাম, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।
উইকেটরক্ষক: ইরফান শুক্কুর ও জাকির হাসান।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।