ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশতাকের একাদশে শচীন, ওয়াসিম, ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
মুশতাকের একাদশে শচীন, ওয়াসিম, ওয়ার্ন শচীন-ওয়াসিম-ওয়ার্ন-ছবি:সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের সাবেক কিংবদিন্ত লেগ স্পিনার মুশতাক আহমেদ তার সর্বকালের সেরা টেস্ট একাদশ ঘোষণা করেছেন। রোববার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অফিসিয়াল টুইটারে প্রকাশ করে এটি।

যেখানে চার জন অস্ট্রেলিয়ান, তিন জন দক্ষিণ আফ্রিকান রয়েছেন। এছাড়া এক জন করে রয়েছেন পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও

মুশতাকের একাদশে কিংবদন্তি থেকে শুরু করে এ কালের সেরা ক্রিকেটাররাও রয়েছে। তবে তার তালিকায় একমাত্র পাকিস্তানি হিসেবে জায়গা পেয়েছেন সুইং মাস্টার ওয়াসিম আকরাম। আর ভারত থেকে আছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।

ওপেনিংয়ে মুশতাক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক ‍ও প্রোটিয়া তারকা হাশিম আমলাকে রেখেছেন । পেস বোলিংয়ে তিনি ওয়াসিমের পাশাপাশি রেখেছেন একমাত্র ক্যারিবীয়ান ম্যাকলম মার্শাল ও অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকে। দলে একমাত্র স্পিনার আছেন শেন ওয়ার্ন।

ব্যাটিংয়ে তার একাদশে আরও আছেন রিকি পন্টিং, প্রোটিয়া নেতা এবি ডি ভিলিয়ার্স। আর অলরাউন্ডার হিসেবে রয়েছেন বিশ্বসেরার খেতাব পাওয়া জ্যাক ক্যালিস। উইকেটরক্ষক হিসেবে আছেন এক সময়কার মারকুটে ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট।

মুশতাক আহমেদের সর্বকালের টেস্ট একাদশ: অ্যালিস্টার কুক, হাশিম আমলা, রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার, এবি ডি ভিলিয়ার্স, জ্যাক ক্যালিস, অ্যাডাম গিলক্রিস্ট, ওয়াসিম আকরাম, ম্যালকম মার্শাল, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ১৮ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।