ঢাকা: লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে বড় লিডের পথে ভারত। দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে ৩৫৮ রান করেছে সফরকারীরা।
প্রথম দিন ৭৫ রানে শেষ করা রাহুল এদিন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূরণ করেন। আর শেনন গ্যাব্রিয়েলের বলে আউট হওয়ার আগে ৩০৩ বল খেলে ১৫ চার ও তিন ছয়ে ১৫৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংসটিও খেলেন।
যদিও দলের অন্য কোনো ব্যাটসম্যান হাফ-সেঞ্চুরিও করতে পারেননি। অ্যান্টিগা টেস্টে ডাবল সেঞ্চুরিয়ান অধিনায়ক বিরাট কোহলি ৪৪ রান করে আউট হন। ৪৬ রান আসে চেতশ্বর পুঁজারার ব্যাট থেকে।
৪৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন আজিঙ্কে রাহানে। আর ১৭ রান নিয়ে মাঠ ছাড়েন ঋদ্ধিমান শাহা। ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট পান রোস্টন চাস। আর একটি করে উইকেট দখল করেন গ্যাব্রিয়েল ও দেবেন্দ্র বিশু।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ১৯৬ রানে অলআউট হয়ে যায়।
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, ০১ আগস্ট, ২০১৬
এমএমএস